গোলাম জাতি
স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?
যারা আছে চির অধীন তাদের কথা কেউ কি কভূ কয়?
জন্ম হতে গোলাম যারা খাটছে পরের ঘরে
মুক্ত হবে কেমন করে আছে যারা শিকল পরে?
মুখের কথায় শিকল ভাঙা অনেক সহজ বটে
কাজের বেলায় সব কিছু কি খুব সহজে ঘটে?
ভাঙরে শিকল চল এগিয়ে যতই শ্লোগান দাও
কষ্ট তাদের মনে কত বুঝতে না কেউ পাও
নেতা-নেতৃ তোমরা যারা তাদের তরে অনেক দরদ দেখাও
তোমরা শুধু শিকল পালটে তাদের আবার নতুন ভাবে বাঁধতে চাও...
স্বাধীনতা মিষ্টি কথা কত বার যে হলো বলা
দুখি জনের জীবন তবু রইল চিরদুখি, দেখলো শুধু কলা ...
আঙ্গুল ফুলে কলা গাছ – নেতারা সব হলো রাতারাতি
গোলাম যারা রইল তারা গোলাম চিরকাল – ওরা গোলাম জাতি...
যারা আছে চির অধীন তাদের কথা কেউ কি কভূ কয়?
জন্ম হতে গোলাম যারা খাটছে পরের ঘরে
মুক্ত হবে কেমন করে আছে যারা শিকল পরে?
মুখের কথায় শিকল ভাঙা অনেক সহজ বটে
কাজের বেলায় সব কিছু কি খুব সহজে ঘটে?
ভাঙরে শিকল চল এগিয়ে যতই শ্লোগান দাও
কষ্ট তাদের মনে কত বুঝতে না কেউ পাও
নেতা-নেতৃ তোমরা যারা তাদের তরে অনেক দরদ দেখাও
তোমরা শুধু শিকল পালটে তাদের আবার নতুন ভাবে বাঁধতে চাও...
স্বাধীনতা মিষ্টি কথা কত বার যে হলো বলা
দুখি জনের জীবন তবু রইল চিরদুখি, দেখলো শুধু কলা ...
আঙ্গুল ফুলে কলা গাছ – নেতারা সব হলো রাতারাতি
গোলাম যারা রইল তারা গোলাম চিরকাল – ওরা গোলাম জাতি...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
খায়রুল আহসান ২৩/১০/২০২১সুবিধাবঞ্চিতদের প্রতি এ সহমর্মিতা (কবিতায় হলেও) ভালো লেগেছে।
-
মোহাম্মদ সফিউল হক ২২/০৯/২০১৯গোলাম যারা রইলো গোলাম।
-
মোঃআবু রায়হান ২৯/০৮/২০১৯অসাধারণ হয়েছে
-
শেখ ফারুক হোসেন ২৮/০৮/২০১৯সুন্দর লেখনি
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৮/২০১৯বহুদিন পরে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়লো।