দিও ছুঁয়ে মন তার
মেঘ তুমি কোথা যাও সাদা-কালো রথে
কেহ কি ফিরিছে ঘরে দেখা হবে পথে?
বনলতা ডাকে তোমা অস্ফুট বেদনা
পাতা ফুলে হাসি মুখে একটু ঝরো না!
কল কল ছল ছলে নাচিছে ঝরণা
দিও তারে নীল খাম আঁকা আলপনা।
ভুল করে কেউ যদি সেই লিপি পড়ে
যদি কারো বুক ভরে ব্যথা ওঠে নড়ে,
যদি কেউ হেসে বলে, “হৃদয়টা দাও,
এই দেখো আছে মোর যাহা তুমি চাও।”
কাছে গিয়ে তার পাশে রেখ রঙ ধনু
ফোঁটা ফোঁটা বৃষ্টি ছটা ভেজাও সে তনু।
অচেনা সে জনা যদি পাশে এসে বসে
দিও ছুঁয়ে মন তার স্মৃতির পরশে।
কেহ কি ফিরিছে ঘরে দেখা হবে পথে?
বনলতা ডাকে তোমা অস্ফুট বেদনা
পাতা ফুলে হাসি মুখে একটু ঝরো না!
কল কল ছল ছলে নাচিছে ঝরণা
দিও তারে নীল খাম আঁকা আলপনা।
ভুল করে কেউ যদি সেই লিপি পড়ে
যদি কারো বুক ভরে ব্যথা ওঠে নড়ে,
যদি কেউ হেসে বলে, “হৃদয়টা দাও,
এই দেখো আছে মোর যাহা তুমি চাও।”
কাছে গিয়ে তার পাশে রেখ রঙ ধনু
ফোঁটা ফোঁটা বৃষ্টি ছটা ভেজাও সে তনু।
অচেনা সে জনা যদি পাশে এসে বসে
দিও ছুঁয়ে মন তার স্মৃতির পরশে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাকিরুল চৌধুরী ২২/১০/২০১৮অনেক ভাল
-
সাইয়িদ রফিকুল হক ২১/১০/২০১৮ভালো লাগলো।
-
অরন্য রানা ২১/১০/২০১৮বাহ ! বেশ হয়েছে