ইচ্ছা রঙের ধনু
কেমন করে হবে পূরণ ইচ্ছে তাহার
ইচ্ছে তো নয়, স্বপ্ন যেন স্বপ্ন মাঝার।
সেই ইচ্ছের মূল্য কীবা আছে?
বিলাস নদী? ইচ্ছা তাই ঘুরছে পাছে পাছে?
ঢেউ লাগে না দীঘির জলে
নেই স্রোতের তাড়া সাগরেতে ফিরতে হবে বলে
সময় তাহার ফুরায় না তো, পথে পথে ইচ্ছামত বেড়ায়
ঘর ছাড়া সে আপন ভোলা কার বেদনা ইচ্ছা মাঝে চায়।
পথকে সে আপন ভাবে পথেই থাকে সকল সময়
পথ চায়না তাকে, ভাবে সে তো তাহার আপন কেহ নয়।
বাঁচতো পথ পারতো যদি ফেলতে ঠেলে
অনিচ্ছার ওই খাঁদে ইচ্ছামত অবহেলে
তবু পারলো না রাখতে দূরে একে
তাই রেখেছে পিছু পিছু, যদি কেটে পড়ে পিছনে থেকে
তবেই ভালো হবে। কী প্রয়োজন সামনে এনে ঠেলে
পিছন থাকা তারই সাজে মন যাহার ইচ্ছামত চলে পাখা মেলে।
ইচ্ছে করে পথের কেউ হবে তাহার সাথী
হৃদয় দিয়ে ইচ্ছেমত করবে মাতামাতি।
আকাশেতে ফুটবে যদি ইচ্ছা রঙের ধনু
হাওয়ায় যদি ভেসে যাবে হালকা ইচ্ছা তনু
ইচ্ছা দিয়ে অনিচ্ছাকে যদি ইচ্ছামত সাজায়
পথের কেউ করবে কি আপন তাকে, বাঁধবে ভালোবাসায়?
ইচ্ছে তো নয়, স্বপ্ন যেন স্বপ্ন মাঝার।
সেই ইচ্ছের মূল্য কীবা আছে?
বিলাস নদী? ইচ্ছা তাই ঘুরছে পাছে পাছে?
ঢেউ লাগে না দীঘির জলে
নেই স্রোতের তাড়া সাগরেতে ফিরতে হবে বলে
সময় তাহার ফুরায় না তো, পথে পথে ইচ্ছামত বেড়ায়
ঘর ছাড়া সে আপন ভোলা কার বেদনা ইচ্ছা মাঝে চায়।
পথকে সে আপন ভাবে পথেই থাকে সকল সময়
পথ চায়না তাকে, ভাবে সে তো তাহার আপন কেহ নয়।
বাঁচতো পথ পারতো যদি ফেলতে ঠেলে
অনিচ্ছার ওই খাঁদে ইচ্ছামত অবহেলে
তবু পারলো না রাখতে দূরে একে
তাই রেখেছে পিছু পিছু, যদি কেটে পড়ে পিছনে থেকে
তবেই ভালো হবে। কী প্রয়োজন সামনে এনে ঠেলে
পিছন থাকা তারই সাজে মন যাহার ইচ্ছামত চলে পাখা মেলে।
ইচ্ছে করে পথের কেউ হবে তাহার সাথী
হৃদয় দিয়ে ইচ্ছেমত করবে মাতামাতি।
আকাশেতে ফুটবে যদি ইচ্ছা রঙের ধনু
হাওয়ায় যদি ভেসে যাবে হালকা ইচ্ছা তনু
ইচ্ছা দিয়ে অনিচ্ছাকে যদি ইচ্ছামত সাজায়
পথের কেউ করবে কি আপন তাকে, বাঁধবে ভালোবাসায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৮/০৯/২০১৮
-
মোঃ ফাহাদ আলী ১৭/০৯/২০১৮অনেক সুন্দর লেখা।
ধন্যবাদ কবিজি।