তুমি রাজার মেয়ে
আমি রাখাল ছেলে তুমি রাজার মেয়ে
তুমি থাকো কেন আমার দিকে চেয়ে
স্বর্ণা নদীর তটে
গরু চরাই মাঠে
নিত্য দিনের মত বাজাই বাঁশের বাঁশী
সে সুরেতে ভাসাও হৃদয় ভরা হাসি।
স্বপ্ন ছিল আমার তোমার মায়া ঘিরে
কোন জনমের বন্ধু আবার এলে ফিরে
দীঘির শ্যামল জলে
ব্যথার ছায়া মেলে
ঢেউয়ে দুলে কাল-অকালের বাঁধন ভুলে
রংধনুর নীড় বাঁধিতে দিগন্তের কোলে।
তুমি থাকো কেন আমার দিকে চেয়ে
স্বর্ণা নদীর তটে
গরু চরাই মাঠে
নিত্য দিনের মত বাজাই বাঁশের বাঁশী
সে সুরেতে ভাসাও হৃদয় ভরা হাসি।
স্বপ্ন ছিল আমার তোমার মায়া ঘিরে
কোন জনমের বন্ধু আবার এলে ফিরে
দীঘির শ্যামল জলে
ব্যথার ছায়া মেলে
ঢেউয়ে দুলে কাল-অকালের বাঁধন ভুলে
রংধনুর নীড় বাঁধিতে দিগন্তের কোলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ০৭/০৯/২০১৮অনেক সুন্দর
-
অলি শর্ম্মা ০৭/০৯/২০১৮Khub bhalo
-
নাদেরা ফারনাছ শিমূল ০৬/০৯/২০১৮ভাল লেগেছে।
-
ডঃ নাসিদুল ইসলাম ০৬/০৯/২০১৮Darun
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৯/২০১৮বেশ তো!
-
কে. পাল ০৬/০৯/২০১৮Bess
-
ইবনে মিজান ০৬/০৯/২০১৮দারুণ