আসি যেন নদী হয়ে
আবার যদি আসি ফিরে
আসি যেন নদী হয়ে,
সাগর বুকে হারিয়ে থাকি
আকাশটাকে ছুঁয়ে।
বক্ষে আমার স্রোতধারা
পাগল নেশায় মাতে
ঝড়ো হাওয়ায় ভাসাই দুকূল
খেলতে তোমার সাথে।
নদীর স্রোত সেদিন যেন
কূল হারাবার গানে
এমনি ভাবে মনটি আমার
তোমার দিকে টানে।
আসি যেন নদী হয়ে,
সাগর বুকে হারিয়ে থাকি
আকাশটাকে ছুঁয়ে।
বক্ষে আমার স্রোতধারা
পাগল নেশায় মাতে
ঝড়ো হাওয়ায় ভাসাই দুকূল
খেলতে তোমার সাথে।
নদীর স্রোত সেদিন যেন
কূল হারাবার গানে
এমনি ভাবে মনটি আমার
তোমার দিকে টানে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরিফ ফারাবী ২২/০৯/২০১৮ভালো লাগল ছন্দময় কবিতাটা
-
ডঃ নাসিদুল ইসলাম ০৯/০৯/২০১৮আসাধারণ লাগলো
-
PRAMILA DEVI ০৪/০৯/২০১৮ছন্দময় । সুন্দর কবিতা । অনেক ভালোবাসা রইল ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/০৯/২০১৮অনন্য
-
কে. পাল ০৪/০৯/২০১৮Sundor
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৯/২০১৮ভালো।
-
মহিউদ্দিন রমজান ০৩/০৯/২০১৮সুন্দর কবিতা।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৩/০৯/২০১৮অনেক সুন্দর!
শুভেচ্ছা অফুরান।