হৃদয় ব্যথার সৃষ্টি
ভালোবাসি তোমায়
তাই ভাবনাটা আর নেইতো আমার মত
কেমন করে সে হয়ে যায়
তোমার কথা মনের মাঝে অবিরত।
যখন আমি তাকাই পথের দিকে
নীলশাড়ি আর লাল ফোটাতে তোমায় দেখে
আমার আর ফেরে না দৃষ্টি।
বর্ণালীর ঐ কোমল অঙ্গে স্বচ্ছ ফোঁটার বৃষ্টি
বলে, “আমায় চিনেছো কী?
আমি তোমার মনের কথা হৃদয় ব্যথার সৃষ্টি!”
তাই ভাবনাটা আর নেইতো আমার মত
কেমন করে সে হয়ে যায়
তোমার কথা মনের মাঝে অবিরত।
যখন আমি তাকাই পথের দিকে
নীলশাড়ি আর লাল ফোটাতে তোমায় দেখে
আমার আর ফেরে না দৃষ্টি।
বর্ণালীর ঐ কোমল অঙ্গে স্বচ্ছ ফোঁটার বৃষ্টি
বলে, “আমায় চিনেছো কী?
আমি তোমার মনের কথা হৃদয় ব্যথার সৃষ্টি!”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২২/০৭/২০১৮ভালবাসার কি দারুণ প্রকাশ!
-
কে. পাল ২১/০৭/২০১৮Woooow
Ses 2 ta lines awesome -
নুরনবী সরকার ২১/০৭/২০১৮দারুন
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৭/২০১৮ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২০/০৭/২০১৮দারুন।
-
জহির রহমান ২০/০৭/২০১৮বেশ লাগলো