তবু তার নেই কেউ
এ পৃথিবীতে আছে সে, তবু তার নেই কেউ।
সকালে উঠেই সে দেখে শূন্য দিগন্ত, সূর্যের হাসিটাও ফাও
আকাশে মিথ্যে দোলা দেয় বাতাস
শুধু ঘুরে ফেরে হতাশ নিশ্বাস
ঘরপোড়া ধুমের আশ্বাসে। ঘুমাতে চায়
চোখের পাতায় স্বপ্ন জুড়ে; বইয়ের পাতায় খোঁজে মধ্যবিত্ত ভবিষৎ
মই বেয়ে কতদূরই বা যাওয়া যায়
ঘরের চালের উপরে উঠলেই কি ছোঁয়া যায় আকাশ?
কে বলে দেবে কার কাছে কোথায় সে রেখে যাবে বিশ্বাস
যৌবন কালে? কেউ আছে কি যে তাকে নেবে আপন বলে?
সকালে উঠেই সে দেখে শূন্য দিগন্ত, সূর্যের হাসিটাও ফাও
আকাশে মিথ্যে দোলা দেয় বাতাস
শুধু ঘুরে ফেরে হতাশ নিশ্বাস
ঘরপোড়া ধুমের আশ্বাসে। ঘুমাতে চায়
চোখের পাতায় স্বপ্ন জুড়ে; বইয়ের পাতায় খোঁজে মধ্যবিত্ত ভবিষৎ
মই বেয়ে কতদূরই বা যাওয়া যায়
ঘরের চালের উপরে উঠলেই কি ছোঁয়া যায় আকাশ?
কে বলে দেবে কার কাছে কোথায় সে রেখে যাবে বিশ্বাস
যৌবন কালে? কেউ আছে কি যে তাকে নেবে আপন বলে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ১১/০৭/২০১৮চমৎকার লেখা পড়লাম।
-
সাইদ খোকন নাজিরী ২৩/০৬/২০১৮অসাথারণ
-
ন্যান্সি দেওয়ান ২১/০৬/২০১৮Beautiful.
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৬/২০১৮ভালো।
-
কাজী জুবেরী মোস্তাক ২১/০৬/২০১৮বাহ্
-
রিজওয়ান অনুভব ২১/০৬/২০১৮আমার অবস্থাটাই এমন... 😞
-
তরুণ কান্তি ২১/০৬/২০১৮খুব ভাল লেগেছে।