ঈদের পুণ্য
খুশির হাওয়া সবার পাওয়া
সবার মনে সবার প্রাণে
মাঠেঘাটে সকল খানে
নেই ভেদাভেদ একটি দিনে
মিলেছে আজ সকল জনে
হাসি-সুখের বিজয় গানে।
চাঁদ গিয়েছে দেখা সাঁঝ আকাশের কোণে
ঈদের খুশি ঠিকরে পড়ে এই গগনে।
আনন্দ আজ সবখানে
সাম্য-শান্তির বন্ধনে
গলাগলি-কোলাকুলি
সবখানে আজ প্রীতির আমন্ত্রণ,
সকল ধরা উঠছে ভরে সুখের প্লাবণ!
কে ছোট কে বড় কে ধনী কে নির্ধন
কি হবে হিসাব করে তোমার আছে কত ধন?
কি মূল্য তার আছে খোদার কাছে যাবে যখন?
রোজার শেষে আজ এসেছে ঈদ
ভাঙ্গুক তোমার মনের ভুল-নিঁদ,
হাসি মুখে ভাগ করে খাও
আজ গরীব-দুঃখী সবার মাঝে দাও বিলিয়ে দাও।
তবেই সবার মাঝে সবার ভালোবাসায় রবে,
শান্তি-সুখে ভরবে জীবন -
সেই হবে ঈদের পুণ্য, ধন্য তুমি হবে।
সবার মনে সবার প্রাণে
মাঠেঘাটে সকল খানে
নেই ভেদাভেদ একটি দিনে
মিলেছে আজ সকল জনে
হাসি-সুখের বিজয় গানে।
চাঁদ গিয়েছে দেখা সাঁঝ আকাশের কোণে
ঈদের খুশি ঠিকরে পড়ে এই গগনে।
আনন্দ আজ সবখানে
সাম্য-শান্তির বন্ধনে
গলাগলি-কোলাকুলি
সবখানে আজ প্রীতির আমন্ত্রণ,
সকল ধরা উঠছে ভরে সুখের প্লাবণ!
কে ছোট কে বড় কে ধনী কে নির্ধন
কি হবে হিসাব করে তোমার আছে কত ধন?
কি মূল্য তার আছে খোদার কাছে যাবে যখন?
রোজার শেষে আজ এসেছে ঈদ
ভাঙ্গুক তোমার মনের ভুল-নিঁদ,
হাসি মুখে ভাগ করে খাও
আজ গরীব-দুঃখী সবার মাঝে দাও বিলিয়ে দাও।
তবেই সবার মাঝে সবার ভালোবাসায় রবে,
শান্তি-সুখে ভরবে জীবন -
সেই হবে ঈদের পুণ্য, ধন্য তুমি হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৪/০৭/২০১৮বেশ লেগেছে।
-
তরুণ কান্তি ১৫/০৬/২০১৮খুব ভাল লাগল প্রিয় কবি।
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৬/২০১৮ভালো লাগলো।
-
পি পি আলী আকবর ১৫/০৬/২০১৮সুন্দর