যখন মনে পড়ে তোমার নয়ন
কীভাবে আজ লিখব তোমার কথা?
যখন মনে পড়ে তোমার নয়ন
দেখি আমি সজনে গাছের ব্যথা
চেয়ে আছে ভোরের আলোর পানে।
দিন যদি হয় ভালো, কপাল ভালো হবে,
বনলতার পরশ-ছায়ার মায়া
জড়িয়ে তোমায় রবে, আকাশখানি ছেঁকে
দিগন্তের সিড়ি বেয়ে স্বপ্নমাখা হাসি তোমার
স্বর্গলোকে ইন্দ্রসভায় তুলবে নুপুরধ্বনি।
তখন সাঁঝ গগনের কাজল মেখে চোখে
কাঁপিয়ে দিও অন্ধ রাতের ছন্দে বোনা
নীহারিকা, ভুলে যাওয়া বেদন সুখে।
যখন মনে পড়ে তোমার নয়ন
দেখি আমি সজনে গাছের ব্যথা
চেয়ে আছে ভোরের আলোর পানে।
দিন যদি হয় ভালো, কপাল ভালো হবে,
বনলতার পরশ-ছায়ার মায়া
জড়িয়ে তোমায় রবে, আকাশখানি ছেঁকে
দিগন্তের সিড়ি বেয়ে স্বপ্নমাখা হাসি তোমার
স্বর্গলোকে ইন্দ্রসভায় তুলবে নুপুরধ্বনি।
তখন সাঁঝ গগনের কাজল মেখে চোখে
কাঁপিয়ে দিও অন্ধ রাতের ছন্দে বোনা
নীহারিকা, ভুলে যাওয়া বেদন সুখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ২৯/০৫/২০১৮খুব সুন্দর, আবেগ মথিত প্রেমের সাগরে হাবু-ডুবু খেয়ে এভাবে বেঁচে থাকার জন্য আমার অকৃত্রিম প্রশংসা রইল ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৯/০৫/২০১৮অনেক সুন্দর।
-
সাইদ খোকন নাজিরী ২৯/০৫/২০১৮বেশ বেশ বেশ-চলতে থাক নাহি হয় যেন শেষ।
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৫/২০১৮ভালো।
-
সুদীপ্তবিশ্বাস ২৮/০৫/২০১৮বেশ সুন্দর!