আমাদের দুখু মিয়া (নজরুল স্মরণে)
একদিন একটি উল্কা এসে পড়েছিল এই বাংলায়
ছদ্মবেশে, কেউ চিনতে পারেনি তখন।
এমনিভাবে অনাদর অবহেলায় কেটে গেলো
দুঃখের কত দিন-রজনী, তবু দুঃখ নেই দুখু মিয়ার
সময় হলে সবাই চিনবে তাকে, সে ছাড়া
মুক্তির সংগ্রামে স্বাধীনতার সংগ্রামে কে বিউগল বাজাবে?
রাজদ্রোহ যদি বিদ্রোহ হয় তবে তাই হোক
অন্যায় আপোষ? যারা ভীরু তারাই আপোষ করে,
উল্কার কি ভয়? ধূমকেতু্র ডাকে সাড়া দিয়ে কালবোশেখীর ঝড়
উড়িয়ে দিল সব সংকোচ-ভয়। দুখু মিয়ার রণ-হুঙ্কার
রাজবন্দির জবানবন্দী বিদ্রোহী কষাঘাতে পরাধীন
অত্যাচারের সব দেয়াল ভেঙ্গে অবশেষে চৌচির। সূর্যের আলোয়
বিজয় পতাকা উড়িয়ে জীবনের জয়গান গাইতে গাইতে
রণক্লান্ত বিদ্রোহী নীরব শান্ত, তারপর একদিন হারিয়ে গেল।
আমাদের দুখু মিয়া এখন কোথায়? আবার অত্যাচার, শোষণ, আর নির্যাতনে
ভরে উঠেছে আমাদের সমাজ, দেশ ও পৃথিবী
আমাদের দুখু মিয়াকে আমাদের এখন ভীষণ প্রয়োজন!
ছদ্মবেশে, কেউ চিনতে পারেনি তখন।
এমনিভাবে অনাদর অবহেলায় কেটে গেলো
দুঃখের কত দিন-রজনী, তবু দুঃখ নেই দুখু মিয়ার
সময় হলে সবাই চিনবে তাকে, সে ছাড়া
মুক্তির সংগ্রামে স্বাধীনতার সংগ্রামে কে বিউগল বাজাবে?
রাজদ্রোহ যদি বিদ্রোহ হয় তবে তাই হোক
অন্যায় আপোষ? যারা ভীরু তারাই আপোষ করে,
উল্কার কি ভয়? ধূমকেতু্র ডাকে সাড়া দিয়ে কালবোশেখীর ঝড়
উড়িয়ে দিল সব সংকোচ-ভয়। দুখু মিয়ার রণ-হুঙ্কার
রাজবন্দির জবানবন্দী বিদ্রোহী কষাঘাতে পরাধীন
অত্যাচারের সব দেয়াল ভেঙ্গে অবশেষে চৌচির। সূর্যের আলোয়
বিজয় পতাকা উড়িয়ে জীবনের জয়গান গাইতে গাইতে
রণক্লান্ত বিদ্রোহী নীরব শান্ত, তারপর একদিন হারিয়ে গেল।
আমাদের দুখু মিয়া এখন কোথায়? আবার অত্যাচার, শোষণ, আর নির্যাতনে
ভরে উঠেছে আমাদের সমাজ, দেশ ও পৃথিবী
আমাদের দুখু মিয়াকে আমাদের এখন ভীষণ প্রয়োজন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ২৪/০৫/২০১৮এই সময়ে বিদ্রোহী কবির খুব প্রয়োজন । এক ধূমকেতুর আবির্ভাব চিরস্মরণীয় ব্যক্তিত্ব ।
-
দীপঙ্কর বেরা ২৪/০৫/২০১৮বাহ
দারুণ প্রকাশ
ভাল লাগল -
কে. পাল ২৪/০৫/২০১৮Valo
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৫/২০১৮অদ্ভুদ সুন্দর।
-
জয় দেবনাথ ২৪/০৫/২০১৮মন ছুঁয়ে যায়।
-
পবিত্র চক্রবর্তী ২৪/০৫/২০১৮বেশ হয়েছে