মা (মা দিবসের কবিতা)
মা আমাদের মা, তাকে অন্যভাবে ভাবা যায় না।
আমি যখন আমার নিজের দিকে তাকাই
শুধুই মাকে দেখি -
আমার রক্ত আমার মায়ের রক্ত
আমার শরীরের হাড় আমার মায়েরই
আমার শরীরের মাংস মা-ই দিয়েছিলেন আমাকে
আমার মনটা আমার মায়েরই দেওয়া,
আমি যখন ছোট ছিলাম মা ছাড়া আর কাউকে আপন ভাবতাম না,
কোথাও কিছু হলে, ভয় পেলে, অথবা পালাতে হলে
খুঁজতাম মাকে – মায়ের মমতাময়ী আঁচলতল নিরাপদ আশ্রয়।
মায়ের মুখের কথা স্নেহের সুধা,
তখনো আকাশ কত বড় অত ভাবতে শিখিনি
তবু মা যে আকাশের থেকে কত বিরাট আজো তা ভুলিনি।
মায়ের মুখের স্নিগ্ধতা চাঁদের হাসি থেকেও স্নিগ্ধ।
মা আমাদের জীবনের সূচনা,
জীবনের সমাপ্তিতেও সীতার মত
আমরা মাকেই খুঁজি, খুঁজি মায়ের কোল আমাদের শেষ আশ্রয়।
মা তুলনাহীন, অতুলনীয় মুগ্ধতা।
আমি যখন আমার নিজের দিকে তাকাই
শুধুই মাকে দেখি -
আমার রক্ত আমার মায়ের রক্ত
আমার শরীরের হাড় আমার মায়েরই
আমার শরীরের মাংস মা-ই দিয়েছিলেন আমাকে
আমার মনটা আমার মায়েরই দেওয়া,
আমি যখন ছোট ছিলাম মা ছাড়া আর কাউকে আপন ভাবতাম না,
কোথাও কিছু হলে, ভয় পেলে, অথবা পালাতে হলে
খুঁজতাম মাকে – মায়ের মমতাময়ী আঁচলতল নিরাপদ আশ্রয়।
মায়ের মুখের কথা স্নেহের সুধা,
তখনো আকাশ কত বড় অত ভাবতে শিখিনি
তবু মা যে আকাশের থেকে কত বিরাট আজো তা ভুলিনি।
মায়ের মুখের স্নিগ্ধতা চাঁদের হাসি থেকেও স্নিগ্ধ।
মা আমাদের জীবনের সূচনা,
জীবনের সমাপ্তিতেও সীতার মত
আমরা মাকেই খুঁজি, খুঁজি মায়ের কোল আমাদের শেষ আশ্রয়।
মা তুলনাহীন, অতুলনীয় মুগ্ধতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ১৫/০৬/২০১৮মা অতুলনীয় অনুভব এনে দিয়েছে। মায়ের কোন তুলনা হয় না। ভাল থাকুন নিরন্তর প্রিয় কবি ।
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৫/২০১৮সকল মায়ের প্রতি শ্রদ্ধা।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৪/০৫/২০১৮মা কে অপূর্ব এক ভাবনার চিরন্তণ প্রয়াস ।
মা জনম জনম অন্তরে থাকবে সবসময় ।
মা এর প্রতি ভালোবাসা থাকুক অটুট ।
ধন্যবাদ প্রিয় কবিজি । -
পবিত্র চক্রবর্তী ১৪/০৫/২০১৮গদ্যময়তার প্রাধান্য বেশী । আবেগ রয়েছে স্বাভাবিক ভাবে , রচনায় একটা দিক খেয়াল রাখতে হবে আবেগের প্রাধান্য যেন সামঞ্জস্যপূর্ন হয় এবং কবি যেন তা সঠিক ভাবে নিয়ন্ত্রন করতে পারে । বানানটা "মাংস " হবে ॥
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/০৫/২০১৮অনেক ভাল।