রবি স্মরণে
শতবর্ষ গিয়েছে চলে সেই কবে
তবু ভোলেনি পৃথিবী
তোমাকে একটিও দিনের তরে ...
বাঙালীর হৃদয়, বাঙালীর প্রাণ
বাঙালীর আশা, বাঙালীর স্বপন
এখনো অম্লান
সহস্র কন্ঠে ধ্বনিত সেথায়
কালহরা তোমার সহস্র গান ...
প্রেমসুধা, ছায়াস্নেহ, মায়াভরা জীবনগীতি
সেই মহীরুহ মহান বটবৃক্ষের স্মৃতি
শীতল দীঘির জলে
এখনো ঢেউ তোলে
তোমার সুরের কল্লোলে ...
জীবনের স্রোতে দিনের আলোতে
আঁধার নিভৃতে
অনুভব চেতনাতে
এখনো আছে অমর
জীবন সাধনায়
চিরভাস্বর তোমার কিরণ,
হে রবি, শ্রদ্ধা-ভালোবাসা উচ্ছ্বাস-আশায়
আজ তোমাকে করি স্মরণ!
তবু ভোলেনি পৃথিবী
তোমাকে একটিও দিনের তরে ...
বাঙালীর হৃদয়, বাঙালীর প্রাণ
বাঙালীর আশা, বাঙালীর স্বপন
এখনো অম্লান
সহস্র কন্ঠে ধ্বনিত সেথায়
কালহরা তোমার সহস্র গান ...
প্রেমসুধা, ছায়াস্নেহ, মায়াভরা জীবনগীতি
সেই মহীরুহ মহান বটবৃক্ষের স্মৃতি
শীতল দীঘির জলে
এখনো ঢেউ তোলে
তোমার সুরের কল্লোলে ...
জীবনের স্রোতে দিনের আলোতে
আঁধার নিভৃতে
অনুভব চেতনাতে
এখনো আছে অমর
জীবন সাধনায়
চিরভাস্বর তোমার কিরণ,
হে রবি, শ্রদ্ধা-ভালোবাসা উচ্ছ্বাস-আশায়
আজ তোমাকে করি স্মরণ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১২/০৫/২০১৮রবি যেন এক আবেগের নাম।
-
বিবকানন্দ সামন্ত (বিশ্বামিত্র ) ১০/০৫/২০১৮বিশ্ব কবি স্মরণে কবিতা খুব ভাল লাগল। রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু লেখা বা ভাবা এক দুঃসাহসিক প্রয়াস।অশেষ ধন্যবাদ জানালাম ।
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৫/২০১৮স্মরণে বাংলার রবি।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১০/০৫/২০১৮আহা কি দারুন!