পরিচয়
কে যাবে কোথায় কে জানে,
চেয়ে গগন পানে
তারায় তারায় খুঁজেছি ঠিকানা।
বলেছে আকাশের তারা
হেথা নয়, নয় অন্যকোথা,
ঘরের কোণে
মাটির বনে
তোমার ঠিকানা রয়েছে জানা।
ধুলি হতে জন্ম তোমার
ধরার স্নিগ্ধ ছায়ায়,
মিশে যাবে পূনরায় সেই ধূলায়।
আমার পানে চেয়ে চেয়ে
মিছে কেন খোঁজ আপনার পরিচয়?
চেয়ে গগন পানে
তারায় তারায় খুঁজেছি ঠিকানা।
বলেছে আকাশের তারা
হেথা নয়, নয় অন্যকোথা,
ঘরের কোণে
মাটির বনে
তোমার ঠিকানা রয়েছে জানা।
ধুলি হতে জন্ম তোমার
ধরার স্নিগ্ধ ছায়ায়,
মিশে যাবে পূনরায় সেই ধূলায়।
আমার পানে চেয়ে চেয়ে
মিছে কেন খোঁজ আপনার পরিচয়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ১১/০৭/২০১৮ভালো লাগলো
-
গাজী তারেক আজিজ ০৭/০৫/২০১৮অনবদ্য
-
কামরুজ্জামান সাদ ০৭/০৫/২০১৮সুন্দর।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/০৫/২০১৮বেশ লাগল।