ঐ কে আসে ঊষার আবেশে
ঐ কে আসে ঊষার আবেশে
ছড়াইয়া আলো, ছায়া তাহার হৃদয় ছূঁয়ে
ভাসিয়া যায় দূরান্ত প্রসারে।
কেন মনে হয় সে আমার চিরচেনা
ছিল নিবিড় পরম বেদনায় একদা
অন্তর গভীরে, ছিলাম হৃদয়ে তাহার,
ছিল সে একান্ত হৃদয়ে আমার।
হৃদয়ের আশা হৃদয়ের ভিতর
স্বপনে শুধু ভাসিত ভেলায়, খেলিত খেলা
ভুলিয়া দিন-কাল-বেলা, কথার সংগীতে রাখিত ঘিরে
মনের সকল ব্যাকুলতা। সে দিত আর নিত
কখনো যাহা যায় না দেওয়া, অথবা নেওয়া,
অব্যক্ত বেদনার সেই ইতিকথা
পূর্ণতায় তুলিত ভরিয়া সকল অপূর্ণ শূন্যতা!
ছড়াইয়া আলো, ছায়া তাহার হৃদয় ছূঁয়ে
ভাসিয়া যায় দূরান্ত প্রসারে।
কেন মনে হয় সে আমার চিরচেনা
ছিল নিবিড় পরম বেদনায় একদা
অন্তর গভীরে, ছিলাম হৃদয়ে তাহার,
ছিল সে একান্ত হৃদয়ে আমার।
হৃদয়ের আশা হৃদয়ের ভিতর
স্বপনে শুধু ভাসিত ভেলায়, খেলিত খেলা
ভুলিয়া দিন-কাল-বেলা, কথার সংগীতে রাখিত ঘিরে
মনের সকল ব্যাকুলতা। সে দিত আর নিত
কখনো যাহা যায় না দেওয়া, অথবা নেওয়া,
অব্যক্ত বেদনার সেই ইতিকথা
পূর্ণতায় তুলিত ভরিয়া সকল অপূর্ণ শূন্যতা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৪/২০১৮ভালো লাগলো।
-
মোঃ ফাহাদ আলী ২৪/০৪/২০১৮কি অপূর্ব হৃদয়ের আবেশ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৪/২০১৮অসাধারণ লাগল।