তুমি তখন আরো প্রিয় হও আমার কাছে
আকাশের নীলে প্রতিদিন ছবি আঁকি
তোমার হাসির, গোধূলীর ধুলিমাখা ছায়ায়
অথবা সন্ধ্যা মেঘের আভায়
সাদাকালো রঙিন আলোর বর্ণালীতে
পুঞ্জীভূত বেদনায় রঞ্জিত হৃদয়ের তুলি হাতে।
তোমার হাসি অমর হলেই বৃষ্টি ঝরে
বৈশাখের নয়নতলে, ছড়িয়ে পড়ে
সুধামাখা সুখ দিগন্ত জুড়ে, ব্যথার অন্তরালে
আকাশ ছূঁয়ে তখন কালবোশেখী আসে
মহা উল্লাসে, ধংসের নিঃশ্বাসে সৃষ্টির বার্তা
ছড়িয়ে পড়ে নবনীত আকাশ-বাতাসে।
তুমি তখন আরো প্রিয় হও আমার কাছে।
তোমার হাসির, গোধূলীর ধুলিমাখা ছায়ায়
অথবা সন্ধ্যা মেঘের আভায়
সাদাকালো রঙিন আলোর বর্ণালীতে
পুঞ্জীভূত বেদনায় রঞ্জিত হৃদয়ের তুলি হাতে।
তোমার হাসি অমর হলেই বৃষ্টি ঝরে
বৈশাখের নয়নতলে, ছড়িয়ে পড়ে
সুধামাখা সুখ দিগন্ত জুড়ে, ব্যথার অন্তরালে
আকাশ ছূঁয়ে তখন কালবোশেখী আসে
মহা উল্লাসে, ধংসের নিঃশ্বাসে সৃষ্টির বার্তা
ছড়িয়ে পড়ে নবনীত আকাশ-বাতাসে।
তুমি তখন আরো প্রিয় হও আমার কাছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৩/০৪/২০১৮চমৎকার বর্ণনা
-
অনিরুদ্ধ বুলবুল ২৩/০৪/২০১৮বৃষ্টির মতই ভালোবাসা ঝরুক হৃদয় বাথানে
ভালোবাসার ফুল ফুটোক এ জীবন কাননে।
আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা রইল প্রিয় কবিকে। -
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০৪/২০১৮অতুলনীয়
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৪/২০১৮ভালো লাগলো।
-
সুশান্ত বিশ্বাস ২২/০৪/২০১৮darun hoice
-
মোঃ ফাহাদ আলী ২২/০৪/২০১৮অনন্য লেখনি।