শোকাতুর মাতা
পাগলিনী বেশে এখনো সে
বেড়ায় ঘুরে দেশে বিদেশে
যখন যাকে পায়
সামনে, সে শুধু সুধায়
দেখেছো কি আমার আদরের
দুলারিকে? সেই ছোট্ট বেলায়
সে গিয়েছে কোথায় হারায়
শোকাতুর মাতা এখনো তারে
ভুলিতে পারে নাই। হৃদয় ঘিরে
অবুঝ ব্যথার সে স্মৃতি
আজো আছে তেমনি বেদনাময়!
বেড়ায় ঘুরে দেশে বিদেশে
যখন যাকে পায়
সামনে, সে শুধু সুধায়
দেখেছো কি আমার আদরের
দুলারিকে? সেই ছোট্ট বেলায়
সে গিয়েছে কোথায় হারায়
শোকাতুর মাতা এখনো তারে
ভুলিতে পারে নাই। হৃদয় ঘিরে
অবুঝ ব্যথার সে স্মৃতি
আজো আছে তেমনি বেদনাময়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ সফিউল হক ২০/০৪/২০১৮বেদনাময়
-
কামরুজ্জামান সাদ ১৭/০৪/২০১৮বেদনার সম্মিলন
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৪/২০১৮শোকানুভূতি।
-
মোঃ ফাহাদ আলী ১৭/০৪/২০১৮বেদনার আলিঙ্গন।
-
লুৎফুল হক স্মরণ ১৭/০৪/২০১৮সত্যি, এই বেদনা এক জীবনে ভুলবার নয়।
-
লিখন মাহমুদ ১৭/০৪/২০১৮কবিতার মতই কবিতা!
অসাধারণ।
শুভকামনা সতত কবি। -
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/০৪/২০১৮অদ্ভুদ সুন্দর।
-
রনি বিশ্বাস ১৬/০৪/২০১৮একদিকে বেদনা ভরা কবিতা
অন্যদিকে অসাধারণ কবিতা