কী এনেছো আমার কপালে (নববর্ষের কবিতা)
এতটুকু আশা যদি রাখি তোমার কাছে
হবে কি সে চাওয়া খুব বেশী?
পারবে কি তুমি ফুটাতে হাসি
আমার দুঃখী ছোট মেয়েটির মলিন মুখে?
সারাটি বছর কেটেছে কাতরে,
পারি নাই আমি যোগাতে খাবার
ছোট খুকীটির পেট ভরে।
পিতা তার অকালে পঙ্গু
আমি একা চাকরিনী, বল, কত পারি
যোগাতে যা কিছু প্রয়োজন এই সংসারে –
তবু কাটায়েছি একটি বছর মোটামুটি
ভালমন্দে। আশায় আশায় যদিও হয়েছি স্বপ্ন-বিহবল
সে স্বপ্ন তবু হয় নাই পূর্ণ।
যা কিছু ছিল শীর্ণ হয়েছে আরো জীর্ণ
হয়েছি আরো দীন,
দেখেছি চোখে ক্ষণে ক্ষণে অন্ধকার সারাটি বছর ধরে।
অবশেষে সমাপ্তিতে বলেছে পুরাতন এসে কাছে,
"আজ বিদায় বেলা, দাও বিদায়
তোমাকে পারি নাই দিতে কিছু
করিও ক্ষমা, হে জননী,
তোমার তরে ছিল যে বিরূপ মহাকাল!"
যাবার বেলায় সে আমাকে করলো প্রণাম
চোখের জলে। বলো, কী দোষ দেব তার?
তারপর সে গেল চলে, আমি আঁচলে চোখ মুছলাম।
হে নতুন, এবার তুমি এলে।
বল, কী এনেছো আমার কপালে?
হবে কি সে চাওয়া খুব বেশী?
পারবে কি তুমি ফুটাতে হাসি
আমার দুঃখী ছোট মেয়েটির মলিন মুখে?
সারাটি বছর কেটেছে কাতরে,
পারি নাই আমি যোগাতে খাবার
ছোট খুকীটির পেট ভরে।
পিতা তার অকালে পঙ্গু
আমি একা চাকরিনী, বল, কত পারি
যোগাতে যা কিছু প্রয়োজন এই সংসারে –
তবু কাটায়েছি একটি বছর মোটামুটি
ভালমন্দে। আশায় আশায় যদিও হয়েছি স্বপ্ন-বিহবল
সে স্বপ্ন তবু হয় নাই পূর্ণ।
যা কিছু ছিল শীর্ণ হয়েছে আরো জীর্ণ
হয়েছি আরো দীন,
দেখেছি চোখে ক্ষণে ক্ষণে অন্ধকার সারাটি বছর ধরে।
অবশেষে সমাপ্তিতে বলেছে পুরাতন এসে কাছে,
"আজ বিদায় বেলা, দাও বিদায়
তোমাকে পারি নাই দিতে কিছু
করিও ক্ষমা, হে জননী,
তোমার তরে ছিল যে বিরূপ মহাকাল!"
যাবার বেলায় সে আমাকে করলো প্রণাম
চোখের জলে। বলো, কী দোষ দেব তার?
তারপর সে গেল চলে, আমি আঁচলে চোখ মুছলাম।
হে নতুন, এবার তুমি এলে।
বল, কী এনেছো আমার কপালে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নীল মুহাম্মদ জাহাঙ্গীর ১৩/০৪/২০১৮শুভেচ্ছা।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১২/০৪/২০১৮অদ্ভুদ সুন্দর নববর্ষের কবিতা। শুভ নববর্ষ।
-
মোঃ ফাহাদ আলী ১২/০৪/২০১৮সুন্দর লেখা
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১২/০৪/২০১৮বেশ লাগল