আসব না আর জ্বালতে আবার
আমি নাম না জানা বনের ফুল,
আমার নাই মরণের ভয়
ঝরে যাব খেলা শেষে
হেসে হেসে নেব বিদায়।
আসব কিনা ফিরে
সে ভাবনা নাই।
কোথায় যাব ভেসে
থাকব কি থাকব না
কেউ রাখবে কিনা মনে
চিন্তা নাহি করি।
সন্ধ্যা কিবা সকাল বেলা পড়বে যখন ডাক
তখনই যাব চলে বুকে রেখে মুখের হাসি,
বলব না, “আরেকটু ক্ষণ থাকতে কিগো পারি?”
তুমি যদি কাঁদো
আমারও চোখ ভিজবে ছলছলে,
সময় এলে তবু সকল দুঃখ ঝেড়ে ফেলে
সহজভাবে নেব বিদায়।
আবার দেখা হবে? কেই বা তাহা জানে?
হয়ত আবার আসব আমি
বটমূলের ছায়ার তলায়,
অথবা, হয়ত কভূ আর হবে না দেখা।
কাঁদবে তুমি চোখের জলে
শ্রাবণধারা ঢেলে?
তবু ইচ্ছে করে চাইব না আসতে ফিরে এই পথে,
আসব না আর জ্বালতে আবার
নিভে গেলে আঁধার ঘরের দীপশিখা।
আমার নাই মরণের ভয়
ঝরে যাব খেলা শেষে
হেসে হেসে নেব বিদায়।
আসব কিনা ফিরে
সে ভাবনা নাই।
কোথায় যাব ভেসে
থাকব কি থাকব না
কেউ রাখবে কিনা মনে
চিন্তা নাহি করি।
সন্ধ্যা কিবা সকাল বেলা পড়বে যখন ডাক
তখনই যাব চলে বুকে রেখে মুখের হাসি,
বলব না, “আরেকটু ক্ষণ থাকতে কিগো পারি?”
তুমি যদি কাঁদো
আমারও চোখ ভিজবে ছলছলে,
সময় এলে তবু সকল দুঃখ ঝেড়ে ফেলে
সহজভাবে নেব বিদায়।
আবার দেখা হবে? কেই বা তাহা জানে?
হয়ত আবার আসব আমি
বটমূলের ছায়ার তলায়,
অথবা, হয়ত কভূ আর হবে না দেখা।
কাঁদবে তুমি চোখের জলে
শ্রাবণধারা ঢেলে?
তবু ইচ্ছে করে চাইব না আসতে ফিরে এই পথে,
আসব না আর জ্বালতে আবার
নিভে গেলে আঁধার ঘরের দীপশিখা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৪/২০১৮ভালো লাগলো।
-
মোঃ ফাহাদ আলী ১০/০৪/২০১৮মুগ্ধ হলাম।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১০/০৪/২০১৮অনেক ভাল হয়েছে।