www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আসব না আর জ্বালতে আবার

আমি নাম না জানা বনের ফুল,
আমার নাই মরণের ভয়
ঝরে যাব খেলা শেষে
হেসে হেসে নেব বিদায়।

আসব কিনা ফিরে
সে ভাবনা নাই।
কোথায় যাব ভেসে
থাকব কি থাকব না
কেউ রাখবে কিনা মনে
চিন্তা নাহি করি।
সন্ধ্যা কিবা সকাল বেলা পড়বে যখন ডাক
তখনই যাব চলে বুকে রেখে মুখের হাসি,
বলব না, “আরেকটু ক্ষণ থাকতে কিগো পারি?”

তুমি যদি কাঁদো
আমারও চোখ ভিজবে ছলছলে,
সময় এলে তবু সকল দুঃখ ঝেড়ে ফেলে
সহজভাবে নেব বিদায়।

আবার দেখা হবে? কেই বা তাহা জানে?
হয়ত আবার আসব আমি
বটমূলের ছায়ার তলায়,
অথবা, হয়ত কভূ আর হবে না দেখা।
কাঁদবে তুমি চোখের জলে
শ্রাবণধারা ঢেলে?
তবু ইচ্ছে করে চাইব না আসতে ফিরে এই পথে,
আসব না আর জ্বালতে আবার
নিভে গেলে আঁধার ঘরের দীপশিখা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লাগলো।
  • মোঃ ফাহাদ আলী ১০/০৪/২০১৮
    মুগ্ধ হলাম।
  • অনেক ভাল হয়েছে।
 
Quantcast