চেয়ে আছে আশা-উচ্ছ্বাসে
এই মুখটাতে অনেক সুখ, হাসি অনেক
তবু কোথায় যেন একটা ছায়া, এক বুক ভরা দুখ
নিরন্তর রয়েছে চেয়ে পথের পানে,
নিশিদিন আছে আশায় আশায়
আসবে বর্ষা কোন এক মেঘলা দিনে
ভিজাতে তার অন্তর! শরতের লাবন্যে
একদা উঠবে হেসে দিগন্ত-প্রান্তর,
বসন্তের কোকিল কুহকে বিরহের হবে অবসান,
চেয়ে আছে আশা-উচ্ছ্বাসে বিশ্বাসী-শঙ্কিত প্রাণ।
তবু কোথায় যেন একটা ছায়া, এক বুক ভরা দুখ
নিরন্তর রয়েছে চেয়ে পথের পানে,
নিশিদিন আছে আশায় আশায়
আসবে বর্ষা কোন এক মেঘলা দিনে
ভিজাতে তার অন্তর! শরতের লাবন্যে
একদা উঠবে হেসে দিগন্ত-প্রান্তর,
বসন্তের কোকিল কুহকে বিরহের হবে অবসান,
চেয়ে আছে আশা-উচ্ছ্বাসে বিশ্বাসী-শঙ্কিত প্রাণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০৮/০৪/২০১৮দারুন
-
মোহাম্মদ রোকনুজ্জামান রীপন ০৮/০৪/২০১৮অসাধারণ লিখেছেন শুভেচ্ছা রইল কবি বন্ধু
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/০৪/২০১৮অসাধারণ, তুলনাহীন, বাস্তবতার প্রতিচ্ছবি। সুখে থাকবেন।
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৪/২০১৮বেশ!
-
কামরুজ্জামান সাদ ০৬/০৪/২০১৮অনিন্দ্য লেখার জাদু।ভাল লেগেছে।
-
Rabia Onti ০৬/০৪/২০১৮ভাল