ছড়াবো আঁধার মাঝে মায়ার স্বপন
দিনের বাগানে আছে শত শত ফুল
রূপগন্ধে উচ্ছ্বসিত গর্বিত হিল্লোল,
স্বর্গের অমৃত বুকে অনন্ত জীবন
রাখিয়াছে তৃপ্ত করি সকলের মন।
রাতের আঁধারে তারা ম্লান হয়ে যায়,
নিভে যায় সব আশা জেগে থাকে ভয়।
.
সব ভয় দূরে ফেলে ফোটে রাত ফুল,
অন্ধকারে আসিয়া সে করে নিতো ভুল?
রাতে নিদ্রিত ছায়ার ঘন অন্ধকারে
নামহীন সেই পুষ্প কহে অতি ধীরে,
সূর্যের আশীষ নিয়ে আঁধারের সাঁঝে
ভালোবেসে আসা মোর তোমাদের মাঝে,
আলোর রূপ বিলাতে মোর আগমন
ছড়াবো আঁধার মাঝে মায়ার স্বপন!
রূপগন্ধে উচ্ছ্বসিত গর্বিত হিল্লোল,
স্বর্গের অমৃত বুকে অনন্ত জীবন
রাখিয়াছে তৃপ্ত করি সকলের মন।
রাতের আঁধারে তারা ম্লান হয়ে যায়,
নিভে যায় সব আশা জেগে থাকে ভয়।
.
সব ভয় দূরে ফেলে ফোটে রাত ফুল,
অন্ধকারে আসিয়া সে করে নিতো ভুল?
রাতে নিদ্রিত ছায়ার ঘন অন্ধকারে
নামহীন সেই পুষ্প কহে অতি ধীরে,
সূর্যের আশীষ নিয়ে আঁধারের সাঁঝে
ভালোবেসে আসা মোর তোমাদের মাঝে,
আলোর রূপ বিলাতে মোর আগমন
ছড়াবো আঁধার মাঝে মায়ার স্বপন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহামুদুল হাসান ২৯/০৩/২০১৮কি আর বলব দাদা ।ফাটিয়ে দিয়েছেন।
-
কামরুজ্জামান সাদ ২৭/০৩/২০১৮মায়ার স্বপন ছড়িয়ে যাক সবখানে।
-
মোঃ ফাহাদ আলী ২৫/০৩/২০১৮অসাধারণ ভালো লাগার মত একটি কবিতা। শুভকামনা রইল প্রিয় কবি।
-
মীর মুহাম্মাদ আলী ২৫/০৩/২০১৮অনন্য কবিতা, কবি বন্ধু।
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৩/২০১৮ভালো লাগলো।
অনেকদিন পরে দেখলাম বন্ধু! -
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৫/০৩/২০১৮Very Nice