স্বর্গের উপহার
বসন্ত এলো
নন্দন কানন হতে
স্বর্গের উপহার
ধরার মাঝে,
জীবনের গান
প্রাণে প্রাণে
আগুন স্পর্শিল।
যাহা তুমি চাও
তাই পাবে আজ,
যত আছে আশা
স্বপ্নের দিশা
নয়নে তোমার
উঠিবে ফুটিয়া
নীল কমল।
শাখা প্রশাখায়
পলাশ-শিমুল
হৃদয় রক্তে
আরক্ত করিবে
তোমার বেদনা,
তুলিবে ঝড়
কাননে কাননে
ভালোবাসা তোমার
স্বর্ণলতিকা দুল।
নন্দন কানন হতে
স্বর্গের উপহার
ধরার মাঝে,
জীবনের গান
প্রাণে প্রাণে
আগুন স্পর্শিল।
যাহা তুমি চাও
তাই পাবে আজ,
যত আছে আশা
স্বপ্নের দিশা
নয়নে তোমার
উঠিবে ফুটিয়া
নীল কমল।
শাখা প্রশাখায়
পলাশ-শিমুল
হৃদয় রক্তে
আরক্ত করিবে
তোমার বেদনা,
তুলিবে ঝড়
কাননে কাননে
ভালোবাসা তোমার
স্বর্ণলতিকা দুল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ০৫/০৩/২০১৮sundor prokash...
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৩/২০১৮বসন্ত চিরবহমান হোক।
-
মল্লিকা রায় ০৪/০৩/২০১৮আবার বসন্ত কেন ? এবার বৈশাখ ।
-
আবদুল্লাহ আল রাফি ০৪/০৩/২০১৮good
-
মোঃআরাফাত হোসাইন ০৪/০৩/২০১৮ভালো কবিতা
-
কামরুজ্জামান সাদ ০৪/০৩/২০১৮ধরার মাঝে বসন্তকে উপহারই বলা চলে