তোমায় বরণ করি - একুশের কবিতা
একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি ...
ভালোবাসা শ্রদ্ধা আদর আশায় তোমায় বরণ করি!
স্মরণ করি ভাইদের আমার, তাদের দীপ্ত শপথ
রক্তে এঁকেছে আলপনা রঞ্জিত করিয়া রাজপথ।
এগিয়েছে সম্মুখে তারা, তুচ্ছ করেছে ভয়,
মাতৃভাষা প্রতিষ্ঠার তরে, না না কোন আপস নয়।
এসেছে ছুটে ঘাতক বুলেট, উড়েছে মাথার খুলি
সম্মুখে তবু এগোতে হবে, স্বপ্ন দেখা থাকে নি ভুলি।
ঝরেছে সলিল মায়ের নয়নে, কেঁদেছে বধুর প্রাণ,
তবু, শহিদ হয়েছে ভায়েরা আমার ঘুচাতে মাতৃভাষার অপমান।
একুশে ফেব্রুয়ারি, তোমার ভিতরে যখন তাকাই
আজো আমি ফাগুনের আগুন-দর্পণে দেখিতে পাই -
কালো রাজপথে ঝরিছে আমার ভায়ের শোনিত-স্রোত
আকাশে উড়িছে এখনো তাদের রক্তমাখা বস্ত্র-পতাকা পতপত।
একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি ...
ভালোবাসা শ্রদ্ধা আদর আশায় তোমায় বরণ করি!
ভালোবাসা শ্রদ্ধা আদর আশায় তোমায় বরণ করি!
স্মরণ করি ভাইদের আমার, তাদের দীপ্ত শপথ
রক্তে এঁকেছে আলপনা রঞ্জিত করিয়া রাজপথ।
এগিয়েছে সম্মুখে তারা, তুচ্ছ করেছে ভয়,
মাতৃভাষা প্রতিষ্ঠার তরে, না না কোন আপস নয়।
এসেছে ছুটে ঘাতক বুলেট, উড়েছে মাথার খুলি
সম্মুখে তবু এগোতে হবে, স্বপ্ন দেখা থাকে নি ভুলি।
ঝরেছে সলিল মায়ের নয়নে, কেঁদেছে বধুর প্রাণ,
তবু, শহিদ হয়েছে ভায়েরা আমার ঘুচাতে মাতৃভাষার অপমান।
একুশে ফেব্রুয়ারি, তোমার ভিতরে যখন তাকাই
আজো আমি ফাগুনের আগুন-দর্পণে দেখিতে পাই -
কালো রাজপথে ঝরিছে আমার ভায়ের শোনিত-স্রোত
আকাশে উড়িছে এখনো তাদের রক্তমাখা বস্ত্র-পতাকা পতপত।
একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি ...
ভালোবাসা শ্রদ্ধা আদর আশায় তোমায় বরণ করি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়সাল রহমান ২১/০২/২০১৮সুন্দর
-
শামিম ইশতিয়াক ২০/০২/২০১৮এক কথায় অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ২০/০২/২০১৮ভালো।
-
সুজয় সরকার ২০/০২/২০১৮আমি গর্বিত যে আমি বাংলা ভাষায় কথা বলি।ভাষাশহীদদের হৃদয়ের রক্তভেজা সেলাম।জয়বাংলা!
-
ইবনে মিজান ২০/০২/২০১৮দারুণ লিখেছেন