একুশের কবিতা
মা, তোমাকে “মা” বলে ডাকবো বলেই প্রতিজ্ঞা করেছিলাম প্রাণ দেব।
তুমি ভাববে, কই, আমার খোকা আর তো এল না ফিরে,
তুমি কাঁদবে সারাজীবন আমার জন্য চোখের জলে।
মুছায়ো না সে পানি, ঝরছে ঝরুক, তুমি হও প্রেরণাদায়িনী,
আমার উৎসর্গের কাহিনী নির্ঝরা ঝরোঝরে
বাজুক চিরকাল তোমার পাতার মর্মরের বীনাতারে,
নদী বয়ে চলে যাক সাগরে, জোয়ারে আবার আসুক সে ফিরে,
যেমন ছিল তেমনি খেলুক অক্ষরেরা আগের মতন,
তোমার মুখের ভাষা দুরন্ত আশায় আগের মতই উড়ুক আকাশে-অন্তরীক্ষে,
থাকুক ফুলের মধুর বেদনাগাঁথা সুগন্ধ চিরকাল তোমার আঁচল ভরে।
এই দেখ মা, তোমার ছেলের অন্তর রয়েছে ঘুমায়ে শহীদ মিনারে।
তোমার ভাষা করেছি প্রতিষ্ঠিত তোমার হৃদয়ের ভিতর,
মাগো, আমি প্রাণ দিলাম, আজ রাখিলাম প্রতিজ্ঞা আমার ...
তুমি ভাববে, কই, আমার খোকা আর তো এল না ফিরে,
তুমি কাঁদবে সারাজীবন আমার জন্য চোখের জলে।
মুছায়ো না সে পানি, ঝরছে ঝরুক, তুমি হও প্রেরণাদায়িনী,
আমার উৎসর্গের কাহিনী নির্ঝরা ঝরোঝরে
বাজুক চিরকাল তোমার পাতার মর্মরের বীনাতারে,
নদী বয়ে চলে যাক সাগরে, জোয়ারে আবার আসুক সে ফিরে,
যেমন ছিল তেমনি খেলুক অক্ষরেরা আগের মতন,
তোমার মুখের ভাষা দুরন্ত আশায় আগের মতই উড়ুক আকাশে-অন্তরীক্ষে,
থাকুক ফুলের মধুর বেদনাগাঁথা সুগন্ধ চিরকাল তোমার আঁচল ভরে।
এই দেখ মা, তোমার ছেলের অন্তর রয়েছে ঘুমায়ে শহীদ মিনারে।
তোমার ভাষা করেছি প্রতিষ্ঠিত তোমার হৃদয়ের ভিতর,
মাগো, আমি প্রাণ দিলাম, আজ রাখিলাম প্রতিজ্ঞা আমার ...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রা-ফা ১৪/০২/২০১৮খুবই সুন্দর কবি
-
কামরুজ্জামান সাদ ১৩/০২/২০১৮মুগ্ধতা রেখে গেলাম।
-
মধু মঙ্গল সিনহা ১১/০২/২০১৮ভালো লাগলো,ধন্যবাদ প্রিয় কবি।
-
Abheek ০৯/০২/২০১৮
খুব সুন্দর! -
সাইয়িদ রফিকুল হক ০৯/০২/২০১৮ভালো।
-
হাসান হামিদ ০৯/০২/২০১৮সুন্দর
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৯/০২/২০১৮Bah,daruuun.!
-
মো : আবুল হোসেন ০৯/০২/২০১৮ভাষা দিবসের শুভেচ্ছা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/০২/২০১৮সুন্দর
-
পি পি আলী আকবর ০৯/০২/২০১৮দারুণ