রাত্রির প্রাণ
দিবস শেষে তুমি এসেছিলে
সাঁঝেরে করিতে বরণ,
অন্ধকার - সে তো নহে সমাপ্তি
সে যে আগামী ঊষার আহবান!
রাতে ফুটিবে তারার ফুল
ঝরিবে জোছোনা ধারা,
শান্ত পবনে অন্তর বনে
জীবনের কথা হবে হারা;
তোমার হৃদয়
জাগিবে আশায় স্বপ্নের ভাষায়
গেঁথে সংগীত অনুরণ,
জাগিবে তুমি জাগিব আমি
নিবিড় মায়ায় রাত্রির প্রাণ!
সাঁঝেরে করিতে বরণ,
অন্ধকার - সে তো নহে সমাপ্তি
সে যে আগামী ঊষার আহবান!
রাতে ফুটিবে তারার ফুল
ঝরিবে জোছোনা ধারা,
শান্ত পবনে অন্তর বনে
জীবনের কথা হবে হারা;
তোমার হৃদয়
জাগিবে আশায় স্বপ্নের ভাষায়
গেঁথে সংগীত অনুরণ,
জাগিবে তুমি জাগিব আমি
নিবিড় মায়ায় রাত্রির প্রাণ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়সাল রহমান ০৯/০২/২০১৮ভালো
-
কামরুজ্জামান সাদ ০৭/০২/২০১৮বরাবরের মতই ভাল লেগেছে।ছন্দের মিশেল চমৎকার ছিল।
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৬/০২/২০১৮Nice!!!
-
নীলসাগর ০৫/০২/২০১৮খুব ভাল লেগেছে
-
মো : আবুল হোসেন ০৫/০২/২০১৮সুন্দর!
-
মধু মঙ্গল সিনহা ০৫/০২/২০১৮অসাধারণ কবিতা। ধন্যবাদ প্রিয় কবি।
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৫/০২/২০১৮সুন্দর.! শুভকামনা রইল
-
RIR ০৫/০২/২০১৮সুন্দর হয়েছে ভাই।চালিয়ে যান।