একটি হৃদয়ের সাধনায়
প্রজাপতি শুনেছিল ডাক, ডানামেলে আকাশে
হয়েছিল নির্বাক। তোমাকে দেখে
নেমেছিল তোমার জানালার পাশে,
সেখানে মাটির পরে ঘাসে ঘাসে
ফুটেছিল তারার ফুল বনবাসে এসে।
সেখানে ছিল কথা, অন্তরের স্নিগ্ধতা
ছিল ঢাকা জনমের গোপন গভীরতা,
এমন শান্ত নিবিড়তা সে দেখেনি কোথাও।
তোমার ছায়ায় ছিল নিবিড় মায়া,
দিশাহারা হয়ে সে ঘুরেছিল তাই
তোমার চারপাশে শুধু তোমার মনের আশায়।
এ জগৎ অনেক বড়, তবু সে আছে পড়ে
তোমার জানালার কাছে এসে, জীবনের শান্তি
রয়েছে লুকানো একটি হৃদয়ের সাধনায়!
হয়েছিল নির্বাক। তোমাকে দেখে
নেমেছিল তোমার জানালার পাশে,
সেখানে মাটির পরে ঘাসে ঘাসে
ফুটেছিল তারার ফুল বনবাসে এসে।
সেখানে ছিল কথা, অন্তরের স্নিগ্ধতা
ছিল ঢাকা জনমের গোপন গভীরতা,
এমন শান্ত নিবিড়তা সে দেখেনি কোথাও।
তোমার ছায়ায় ছিল নিবিড় মায়া,
দিশাহারা হয়ে সে ঘুরেছিল তাই
তোমার চারপাশে শুধু তোমার মনের আশায়।
এ জগৎ অনেক বড়, তবু সে আছে পড়ে
তোমার জানালার কাছে এসে, জীবনের শান্তি
রয়েছে লুকানো একটি হৃদয়ের সাধনায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রনি বিশ্বাস ০১/০২/২০১৮অসাধারণ কবিতা। শুভেচ্ছা জানবেন।
-
আমি-তারেক ৩১/০১/২০১৮অনেক সুন্দর ভাবের প্রকাশ...
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০১/২০১৮ভালো।
-
মোঃ ফাহাদ আলী ৩০/০১/২০১৮সাধনায় লভিয়া আপন করিবন তারে
প্রজাপতি আসুক ফিরে বারে বারে।
শুভকামনা রইল প্রিয় কবি। -
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ৩০/০১/২০১৮মুগ্ধ হলাম