স্বপ্নমাখা হাসি
শ্রাবণ দিনের কথা
একটি ভেজা লতা
মেঘলা দিনে এলো
হৃদয় ছুঁয়ে গেলো,
ঝড় তোলে সে বুকে
বেদন মাখা সুখে,
যতই সে গো নড়ে
ঝরে ঝরে পড়ে
স্বপ্নমাখা হাসি
ধরায় রাশি রাশি।
একটি ভেজা লতা
মেঘলা দিনে এলো
হৃদয় ছুঁয়ে গেলো,
ঝড় তোলে সে বুকে
বেদন মাখা সুখে,
যতই সে গো নড়ে
ঝরে ঝরে পড়ে
স্বপ্নমাখা হাসি
ধরায় রাশি রাশি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ২৭/০১/২০১৮‘বেদনা মাখা সুখ’, আহ!
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৭/০১/২০১৮ভালোবাসা রইল কবি।সুন্দর কবিতা খানা উপহার দেয়ার জন্য
-
মধু মঙ্গল সিনহা ২৭/০১/২০১৮কবি ভালো লাগলো...
-
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ২৬/০১/২০১৮খুব সুন্দর চমৎকার
-
Tanju H ২৬/০১/২০১৮চমৎকার।অনেক দিন পরে আসলাম।
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০১/২০১৮বাঃ