জোছনা আমার নয়
জোছনা আমার নয়
কলঙ্ক আমার,
আলো হয়ে যা ঝরে সে আমার দগ্ধ অন্তর
সূর্যের উত্তাপে।
পাড়ি দিয়ে দূর আকাশ
স্বপ্নেরা ফিরে আসে নীড়ে,
তাদের কথার ভিড়ে
রাত হয় অন্ধকার
ভালোবাসা থাকে ঘিরে চারিধার,
তখন দগ্ধ অন্তর আমার
রূপালী লাবন্য ছড়ায় তোমার হৃদয়ের ভিতর।
কলঙ্ক আমার,
আলো হয়ে যা ঝরে সে আমার দগ্ধ অন্তর
সূর্যের উত্তাপে।
পাড়ি দিয়ে দূর আকাশ
স্বপ্নেরা ফিরে আসে নীড়ে,
তাদের কথার ভিড়ে
রাত হয় অন্ধকার
ভালোবাসা থাকে ঘিরে চারিধার,
তখন দগ্ধ অন্তর আমার
রূপালী লাবন্য ছড়ায় তোমার হৃদয়ের ভিতর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৬/০১/২০১৮খুব ভালো
-
কামরুজ্জামান সাদ ১০/০১/২০১৮জোছনা দগ্ধদের হৃদয়ের..
-
শিবশঙ্কর ০৯/০১/২০১৮সুন্দর ভাবনার । অনেক অনেক শুভেচ্ছা রইল প্রিয় কবি । ভাল থাকুন ।
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০১/২০১৮ভালো।
-
মোজাহিদুর ইসলাম ইমন ০৯/০১/২০১৮বাহ্