মিলন মেলা
মনের সখা, প্রাণের সখা বুকের মাঝে এস,
মিলন মেলায় প্রাণের খেলায় সবার পাশে বস।
বাঁশী বাজাও কথা উড়াও প্রাণ খুলে হাস,
যত আছে স্বপন তোমার সাথে নিয়ে ভাস।
কল্প কুসুম ফোটাও তুমি মিলন মাঠের 'পরে,
বিদায় বেলায় ভালোবাসা নিও সাথে করে।
কলার পাতায় বাতাস দোলে শান্ত হৃদয় ভরে,
সবাই তোমায় ডাক দিয়েছে থাকবে কেন দূরে?
এস সখা এস এবার খেলবে সবার সনে,
আকাশ সীমা নেইকো কোন মিলন মেলার বনে।
মিলন মেলায় প্রাণের খেলায় সবার পাশে বস।
বাঁশী বাজাও কথা উড়াও প্রাণ খুলে হাস,
যত আছে স্বপন তোমার সাথে নিয়ে ভাস।
কল্প কুসুম ফোটাও তুমি মিলন মাঠের 'পরে,
বিদায় বেলায় ভালোবাসা নিও সাথে করে।
কলার পাতায় বাতাস দোলে শান্ত হৃদয় ভরে,
সবাই তোমায় ডাক দিয়েছে থাকবে কেন দূরে?
এস সখা এস এবার খেলবে সবার সনে,
আকাশ সীমা নেইকো কোন মিলন মেলার বনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০১/২০১৮ভালো লাগলো।
-
কামরুজ্জামান সাদ ০৫/০১/২০১৮মিলনমেলার সীমা থাকে না।