বর্ষ তোমায় দিলাম বিদায়
পড়া শেষ হলে বলে না কেউ, এখানেই থাকো, যেও না নতুন পাতায়,
চোখের কোণ যদিও জলে ভরে থাকে, তবু কৌতুহল কি হবে তারপর!
তেমনি একটা বছর চলে গেলো কেউ তাকে ধরে রাখতে চায় না আর,
যা হবার, বা পাবার – দুঃখ-কষ্ট-বেদনা-হাসি বা আনন্দ – সবই হয়েছে পাওয়া,
নতুন আশা দিয়ে সকলে অন্তরে বাঁধে নতুন প্রণোদনা আগামী দিনের।
পুরাতনকে জানায়ে বিদায় সম্মুখে এগিয়ে যায় সকলে,
আসছে যে সে যেন ভাল হয়, যে যেমন চায় যেন পূর্ণ ভরসায়
সে তেমনই পায় নতুন বর্ষে; নতুন সূচনায় হোক শুভ জীবনের পথা চলা।
দিলাম বিদায় পুরাতন বর্ষার জল, এতদিন ছিলে কচুর পাতায় অমোঘ নিটল।
এ পাত্র ভরাতে আসছে নূতন, আজ তাকে কর আশীর্বাদ;
জীবনের সব খেদ, অপূর্ণ আশা-ভালোবাসা, তোমার সাধের সাধ
গিয়েছ যাহা ফেলে যেন যে পারে পুরাতে সকল। বিদায়ের ক্ষণে
উত্তারিকারের পিড়িখানি দিও তাকে, নতুনের সিংহাসন একটি বছরের!
হে বর্ষ পুরাতন, তোমায় দিলাম বিদায়। ঝরাপাতা, এবার বিদায়
ধূলিঝড়ে যাও তুমি উড়ে আকাশে ডানা মেলে অচেনা মহাকালে,
জীবনের ছায়া তুমি হও বিলীন ভাটির টানে বিস্মৃত জীবনস্মৃতির সাগরে!
চোখের কোণ যদিও জলে ভরে থাকে, তবু কৌতুহল কি হবে তারপর!
তেমনি একটা বছর চলে গেলো কেউ তাকে ধরে রাখতে চায় না আর,
যা হবার, বা পাবার – দুঃখ-কষ্ট-বেদনা-হাসি বা আনন্দ – সবই হয়েছে পাওয়া,
নতুন আশা দিয়ে সকলে অন্তরে বাঁধে নতুন প্রণোদনা আগামী দিনের।
পুরাতনকে জানায়ে বিদায় সম্মুখে এগিয়ে যায় সকলে,
আসছে যে সে যেন ভাল হয়, যে যেমন চায় যেন পূর্ণ ভরসায়
সে তেমনই পায় নতুন বর্ষে; নতুন সূচনায় হোক শুভ জীবনের পথা চলা।
দিলাম বিদায় পুরাতন বর্ষার জল, এতদিন ছিলে কচুর পাতায় অমোঘ নিটল।
এ পাত্র ভরাতে আসছে নূতন, আজ তাকে কর আশীর্বাদ;
জীবনের সব খেদ, অপূর্ণ আশা-ভালোবাসা, তোমার সাধের সাধ
গিয়েছ যাহা ফেলে যেন যে পারে পুরাতে সকল। বিদায়ের ক্ষণে
উত্তারিকারের পিড়িখানি দিও তাকে, নতুনের সিংহাসন একটি বছরের!
হে বর্ষ পুরাতন, তোমায় দিলাম বিদায়। ঝরাপাতা, এবার বিদায়
ধূলিঝড়ে যাও তুমি উড়ে আকাশে ডানা মেলে অচেনা মহাকালে,
জীবনের ছায়া তুমি হও বিলীন ভাটির টানে বিস্মৃত জীবনস্মৃতির সাগরে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০১/০১/২০১৮খুব ভাল লেখা।
-
সাইয়িদ রফিকুল হক ৩০/১২/২০১৭ভালো।
-
মধু মঙ্গল সিনহা ৩০/১২/২০১৭অনেক বেশি সুন্দর।
-
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ৩০/১২/২০১৭খুব সুন্দর