ভুলি নাই তোমায়
বহুকাল আগে একদিন জীবনের কোনো এক শুভক্ষণে
দেখা হয়ছিলো, কোন হারানো পবনে।
এসেছিলো ভেসে সুধামাখা কথা, পরম ব্যথায়
টেনেছিলো হৃদয় মোহিত মমতায়,
শরৎসন্ধ্যায় লেগেছিলো হাওয়া
কাশের বনে। ছিল আকাশ তারায় তারায় ছাওয়া,
স্বপ্নের দেশে ভাসায়ে রূপালি ভেলা
জোছনার আলো করেছিলো খেলা,
মনের দুয়ার খুলে বহুদূর পথে
ছায়া ফেলে গিয়ছিলো হারায়ে একসাথে
নয়নের তারা। আঁধারের গায় রেখেছিলো পরশ সাগরের ঢেউ,
সে কথা শুধু জানিতে তুমি, জানিতাম আমি, আর জানিত না কেউ।
অদৃশ্য ছায়ার মত স্মৃতিতে যে রয়েছো পিছে পিছে,
যদি ভুলে যাই সেই ব্যথা রেখেছিলে যাহা হৃদয়ের কাছে,
যদি দেখিতে না পাই আছো মিশে অনুরাগ বেদনায়,
করিও ক্ষমা। গিয়েছি ভুলে সব কথা, তবু ভুলি নাই তোমায়।
দেখা হয়ছিলো, কোন হারানো পবনে।
এসেছিলো ভেসে সুধামাখা কথা, পরম ব্যথায়
টেনেছিলো হৃদয় মোহিত মমতায়,
শরৎসন্ধ্যায় লেগেছিলো হাওয়া
কাশের বনে। ছিল আকাশ তারায় তারায় ছাওয়া,
স্বপ্নের দেশে ভাসায়ে রূপালি ভেলা
জোছনার আলো করেছিলো খেলা,
মনের দুয়ার খুলে বহুদূর পথে
ছায়া ফেলে গিয়ছিলো হারায়ে একসাথে
নয়নের তারা। আঁধারের গায় রেখেছিলো পরশ সাগরের ঢেউ,
সে কথা শুধু জানিতে তুমি, জানিতাম আমি, আর জানিত না কেউ।
অদৃশ্য ছায়ার মত স্মৃতিতে যে রয়েছো পিছে পিছে,
যদি ভুলে যাই সেই ব্যথা রেখেছিলে যাহা হৃদয়ের কাছে,
যদি দেখিতে না পাই আছো মিশে অনুরাগ বেদনায়,
করিও ক্ষমা। গিয়েছি ভুলে সব কথা, তবু ভুলি নাই তোমায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ক রায়হান ২০/১২/২০১৭যথারীতি চমৎকৃত হলাম প্রিয় কবির প্রিয় কবিতাপাঠে। অন্তহীন শুভকামনা।
-
সাইয়িদ রফিকুল হক ১৯/১২/২০১৭ভালো লাগলো।
-
সফিউল্লাহ আনসারী ১৯/১২/২০১৭দারুন...।