কথার পরিচয়
কিছু কথা ছিল বলিবার,
তাই বলিয়া গেলাম।
কেহ শুনিল কী শুনিল না
কি হবে জেনে?
যদি মিলায় সে কথা আমার
শূন্য আকাশ তলে,
অথবা সে যদি ভেসে যায়
সাগর পানে
কোনদিন তার কোন চিহ্ন না থাকে
কোন চিঠির খামে
ক্ষতি নেই কোনো।
গাছের বাকলে ইতিহাস থাকে লেখা,
ঝড়ের দাপটে যদি মুছে যায় সে ইতিহাস
কি লাভ গুনে দেখে কত বর্ষ আগে
এসেছিল সে ধরনীতে
কোন প্রতিজ্ঞায়
কি কারণে, কার ইসারায়?
ঝরে যদি যায় শুকনো পাতা যাক ঝরে
তবু সে এসেছিল ডালে
ফোটাতে ফুল, কাজ শেষে অবশেষে
নিল বিদায়, কেহ রাখিল কি রাখিল না মনে
কিছু কি আসে যায়?
তেমনি আমার কিছু কথা ছিল বলিবার,
তাই বলিয়া গেলাম।
কেহ শুনিল কিনা, বা রাখিল কিনা মনে
কি হবে খুঁজে পুরাতন কথার পরিচয়?
তাই বলিয়া গেলাম।
কেহ শুনিল কী শুনিল না
কি হবে জেনে?
যদি মিলায় সে কথা আমার
শূন্য আকাশ তলে,
অথবা সে যদি ভেসে যায়
সাগর পানে
কোনদিন তার কোন চিহ্ন না থাকে
কোন চিঠির খামে
ক্ষতি নেই কোনো।
গাছের বাকলে ইতিহাস থাকে লেখা,
ঝড়ের দাপটে যদি মুছে যায় সে ইতিহাস
কি লাভ গুনে দেখে কত বর্ষ আগে
এসেছিল সে ধরনীতে
কোন প্রতিজ্ঞায়
কি কারণে, কার ইসারায়?
ঝরে যদি যায় শুকনো পাতা যাক ঝরে
তবু সে এসেছিল ডালে
ফোটাতে ফুল, কাজ শেষে অবশেষে
নিল বিদায়, কেহ রাখিল কি রাখিল না মনে
কিছু কি আসে যায়?
তেমনি আমার কিছু কথা ছিল বলিবার,
তাই বলিয়া গেলাম।
কেহ শুনিল কিনা, বা রাখিল কিনা মনে
কি হবে খুঁজে পুরাতন কথার পরিচয়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরিফ নীরদ ১৮/১২/২০১৭মনোমুগ্ধকর
-
আতিক নাজ হাসান ১৮/১২/২০১৭অনেক সুন্দর কবিতা যা প্রকৃতই কবিতা
-
কামরুজ্জামান সাদ ১৮/১২/২০১৭ভাষাতে একটু বৈচিত্র এনেছেন।
-
সাইয়িদ রফিকুল হক ১৭/১২/২০১৭ভালো।