পল্লীবালা
ঘাস লতা পাতা শামুক ভালোবেসে প্রতিদিন
হাঁটত সে মাটির কাঁচা পথ ধরে।
শিশিরের নম্র ভারে দু’ধারে
ফসলে ভরা ধান পাতা পড়ত লুটায়
তার গায়, ঠোঁটে দিত এঁকে
মমতা সুধা, আবেগে ভরাতো মর্মতল। তখন
দেখত সে সূর্যোদয় দাঁড়ায়ে ক্ষণকাল
ভুলে আপনারে। তারপর বসত বিলের পাশে,
শাপলার হাসি আলোর ভেলায় ভেসে এসে ছুঁয়ে দিত
নয়ন। উদ্ভাসিত দিগন্ত তার পানে চেয়ে
বলত, যেন ভরে থাকে হৃদয় তোমার
এমনি মুগ্ধগীতে, জীবনের প্রতি প্রভাত সঙ্গীতে!
হাঁটত সে মাটির কাঁচা পথ ধরে।
শিশিরের নম্র ভারে দু’ধারে
ফসলে ভরা ধান পাতা পড়ত লুটায়
তার গায়, ঠোঁটে দিত এঁকে
মমতা সুধা, আবেগে ভরাতো মর্মতল। তখন
দেখত সে সূর্যোদয় দাঁড়ায়ে ক্ষণকাল
ভুলে আপনারে। তারপর বসত বিলের পাশে,
শাপলার হাসি আলোর ভেলায় ভেসে এসে ছুঁয়ে দিত
নয়ন। উদ্ভাসিত দিগন্ত তার পানে চেয়ে
বলত, যেন ভরে থাকে হৃদয় তোমার
এমনি মুগ্ধগীতে, জীবনের প্রতি প্রভাত সঙ্গীতে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
লতিফা ইয়াসমিন (সুইটি) ১১/১২/২০১৭খুব সুন্দর
-
আনন্দ চ্যাটার্জী ১১/১২/২০১৭বাহ খুব সুন্দর
-
কে. পাল ১১/১২/২০১৭Bess
-
কামরুজ্জামান সাদ ১১/১২/২০১৭সুন্দর প্রকাশ..
-
রনি বিশ্বাস ১০/১২/২০১৭সুন্দর কবি বন্ধু।
-
ন্যান্সি দেওয়ান ১০/১২/২০১৭Good..
-
লতিফা ইয়াসমিন (সুইটি) ১০/১২/২০১৭অসাধারন কবিতা
-
টি এম আমান উল্লাহ ১০/১২/২০১৭well