www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঘরের স্মৃতি

ঘর ছেড়ে তুমি যদি চলে যাও,
বসে থাক দূরের ঐ চিরশান্তির বটতলায়
যদি আর না ফের ঘরে,
হবে কি কিছু কারো, তোমার, অথবা ঘরের?

ঘর চেয়ে রবে কখন তুমি ফিরে আসবে,
অপেক্ষার প্রহর তার কিছুতেই কাটবে না।
তুমি আর আসবে না সে কথা কি ঘর কখনো বোঝে?
ঘরে যাদের আসা-যাওয়া তখনো চলবে অবিরত
তাদের দিকে তার ভ্রুক্ষেপ নেই কোনো,
যে তুমি ছিলে, কিন্তু এখন নেই, আর তুমি আসো না,
শূন্যতায় তোমার জন্য মনটা তার বড়ই কাঁদবে!

ঘর ভাববে তোমার কথা,
এইখানে যে এতদিন খেলেছিল,
কোথায় গেল সে? কেন গেল? ফিরছে না কেন এখনো?
চঞ্চল বেদনায় ঘর খুঁজবে তোমায়,
থাকবে ব্যর্থ অপেক্ষায় তোমার পথ চেয়ে।

ঘর তোমাকে মনে রাখবে।
তুমিও কি মনে রাখবে ঘরের স্মৃতি?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর!
  • ভাল।।
  • Riktam Ghosh ০৭/১২/২০১৭
    Khub sundar....pore valo laglo
  • কে. পাল ০৭/১২/২০১৭
    Darun
  • কেউ চলে গেলে কারো যায় আসে না।ঘরও মনে রাখতে চায় না।
 
Quantcast