সকল স্মৃতি মিশল এসে
ভরে আছে চারিধার শ্রাবণ আঁধারে,
জলধারার বিরামহীন বরষণে
ভাবনা সকল মিশে গেল অনুভবে,
প্রাণের ছোয়ায় স্মৃতিরা সব
ফিরে আসে উতাল সমীরণে।
কোথায় তারা ছিল এতদিন?
দিবস-রাতে আভাস-আশায়
বনবাসে ঝর্ণাধারায়
ছলছলিয়ে কলকলিয়ে
চলেছিল সাঝের বেলায়,
রঙিন মেঘের ছায়া ঘেঁসে
মনের ছায়ায় ভালোবাসায়
ঐ দিগন্তে ছিলো মিশে।
ছুটি পেল আজকে তারা।
ঝর ঝর বাদল ধারা
ডাকলো তাদের অঝোর ঝরায়।
মনের বনের মাঠ পেরিয়ে
সকল স্মৃতি মিশল এসে
আঁধার ঘরের কোণে
বর্ষা সুরের মাদক রেশে।
জলধারার বিরামহীন বরষণে
ভাবনা সকল মিশে গেল অনুভবে,
প্রাণের ছোয়ায় স্মৃতিরা সব
ফিরে আসে উতাল সমীরণে।
কোথায় তারা ছিল এতদিন?
দিবস-রাতে আভাস-আশায়
বনবাসে ঝর্ণাধারায়
ছলছলিয়ে কলকলিয়ে
চলেছিল সাঝের বেলায়,
রঙিন মেঘের ছায়া ঘেঁসে
মনের ছায়ায় ভালোবাসায়
ঐ দিগন্তে ছিলো মিশে।
ছুটি পেল আজকে তারা।
ঝর ঝর বাদল ধারা
ডাকলো তাদের অঝোর ঝরায়।
মনের বনের মাঠ পেরিয়ে
সকল স্মৃতি মিশল এসে
আঁধার ঘরের কোণে
বর্ষা সুরের মাদক রেশে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৬/১২/২০১৭খুব সুন্দর..
-
হুসাইন দিলাওয়ার ০৬/১২/২০১৭অসাধরণ,,,
-
সাইয়িদ রফিকুল হক ০৫/১২/২০১৭ভালো।
-
আব্দুল হক ০৫/১২/২০১৭বেশ সুন্দর লিখেছেন। ধন্যবাদ!!
-
সংকেত ০৫/১২/২০১৭খুব ভালো