আঁচল গেঁথে মনের কথা রেখে যাব
আমার যা আছে আজ তোমায় দেব,
বিনিময়ে তোমার হৃদয় নেব,
আঁচল গেঁথে মনের কথা রেখে যাব।
প্রভাত আলোয় খুলে দেখো
শাপলা ফুলের পাতা,
মিশে আছে সেই হাসিতে
আমার যত ব্যথা।
আঁধার রাতের ছায়া পথে
আমি ছিলাম তোমার সাথে,
ছিল না দিক, ছিল না ঠাঁই, কূল হারানো স্রোতে,
তুমি ছিলে আমার আশা অন্ধতারার রাতে।
বিনিময়ে তোমার হৃদয় নেব,
আঁচল গেঁথে মনের কথা রেখে যাব।
প্রভাত আলোয় খুলে দেখো
শাপলা ফুলের পাতা,
মিশে আছে সেই হাসিতে
আমার যত ব্যথা।
আঁধার রাতের ছায়া পথে
আমি ছিলাম তোমার সাথে,
ছিল না দিক, ছিল না ঠাঁই, কূল হারানো স্রোতে,
তুমি ছিলে আমার আশা অন্ধতারার রাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মীর মুহাম্মাদ আলী ০৪/১২/২০১৭বেশ!
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১২/২০১৭ভালো লাগলো।
-
ন্যান্সি দেওয়ান ০৩/১২/২০১৭Very nice..
-
সুজয় সরকার ০৩/১২/২০১৭চমৎকার
-
মধু মঙ্গল সিনহা ০৩/১২/২০১৭সুন্দর