সময় সেথা অনন্ত
ভাসে আমার মনের আশা বারে বারে
সে কেন চায় বাঁধতে বাসা সাগর পারে।
ঢেউ কি তারে দেবে দোলা,
শুধু খেলা সারা বেলা
কালের সকল তাড়া ফেলে?
হারিয়ে আপনারে হৃদয় ভুলবে সকল ব্যথা,
হঠাৎ কখন জোছনা এসে
বসবে তাহার পাশ ঘেসে,
চোখের পাতায় স্বপ্ন বুনে আপন হারা হবে।
আমার মনের আশা তখনো কি ঢেউয়ের খেলায় মত্ত রবে?
পাতা দিয়ে নৌকা গড়ে
ভাসাই সাগর জলে,
ভয় করি না যদি ডোবে ডুবুক অতল তলে।
আশা আমায় শোনায় অভয় বানী -
যেথায় সাগর ঐ ওপারে ছুঁয়ে আছে আকাশ
সেথায় ঠিকানা তাহার আছে নিরুদ্দেশ।
নৌকাখানি আমায় নিয়ে যাবে ওপারেতে,
সেখানে আছে জগৎ শান্তি সীমাহীন
সময় সেথা অনন্ত, হয় না তার শেষ কোনদিন ...
সে কেন চায় বাঁধতে বাসা সাগর পারে।
ঢেউ কি তারে দেবে দোলা,
শুধু খেলা সারা বেলা
কালের সকল তাড়া ফেলে?
হারিয়ে আপনারে হৃদয় ভুলবে সকল ব্যথা,
হঠাৎ কখন জোছনা এসে
বসবে তাহার পাশ ঘেসে,
চোখের পাতায় স্বপ্ন বুনে আপন হারা হবে।
আমার মনের আশা তখনো কি ঢেউয়ের খেলায় মত্ত রবে?
পাতা দিয়ে নৌকা গড়ে
ভাসাই সাগর জলে,
ভয় করি না যদি ডোবে ডুবুক অতল তলে।
আশা আমায় শোনায় অভয় বানী -
যেথায় সাগর ঐ ওপারে ছুঁয়ে আছে আকাশ
সেথায় ঠিকানা তাহার আছে নিরুদ্দেশ।
নৌকাখানি আমায় নিয়ে যাবে ওপারেতে,
সেখানে আছে জগৎ শান্তি সীমাহীন
সময় সেথা অনন্ত, হয় না তার শেষ কোনদিন ...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০১/১২/২০১৭ভালো।
-
কামরুজ্জামান সাদ ০১/১২/২০১৭যেথায় সাগর ঐ ওপারে ছুঁয়ে আছে আকাশ সেথায় ঠিকানা তাহার আছে নিরুদ্দেশ।নৌকাখানি আমায় নিয়ে যাবে ওপারেতে,সেখানে আছে জগৎ শান্তি সীমাহীনসময় সেথা অনন্ত, হয় না তার শেষ কোনদিন ...
-
সুজয় সরকার ০১/১২/২০১৭সুন্দর