বিক্ষুব্ধ স্বাধীনতা
আমার মনে স্বাধীনতা কথা বলে
এ স্বাধীনতা বিক্ষুব্ধ স্বাধীনতা
চারিদিকে সে যখন চোখ মেলে তাকায়
দ্যাখে এতো পরাধীনতা, সহস্র শিকলে বাঁধা মানুষের জীবন,
এখনো মুক্তি আসেনি, সকলের চারপাশে পীড়ন-বন্ধন।
বলে, কথা ছিল আমি এলে সকলে অধিকার পাবে
অন্নের আধিকার, বস্ত্রের অধিকার, আশ্রয়ের অধিকার
শান্তিতে বাঁচার অধিকার, সকলের সমান অধিকার
ফুলের হাসিতে মুখরিত হবে দেশ, হবে শোষণ-শাসনের অবসান।
আমি এসেছি সেই প্রায় অর্ধ শতাব্দি আগে
তবু এখনো কেন মা কাঁদে, এখনো কেন স্বার্থের সংঘাতে
কলঙ্কিতা মা-ভগিনী, ঘর-বাড়ি আগুনে জ্বলে,
এখনো কেন রাজপথে ঘুরে ঘুরে একদল মানুষ অনাহারে মরে
এখনো কেন শোষকের থাবা আগের মতই নির্ম্মম?
বিষাক্ত বাতাসে স্বাধীনতার বেঁচে থাকা বড়ই কঠিন
মিথ্যে প্রতিশ্রুতি চারপাশে, সে কি কখনো ফিরে পাবে মুক্ত জীবন?
স্বাধীনতা কি সত্যি সত্যি হয়েছে স্বাধীন?
এ স্বাধীনতা বিক্ষুব্ধ স্বাধীনতা
চারিদিকে সে যখন চোখ মেলে তাকায়
দ্যাখে এতো পরাধীনতা, সহস্র শিকলে বাঁধা মানুষের জীবন,
এখনো মুক্তি আসেনি, সকলের চারপাশে পীড়ন-বন্ধন।
বলে, কথা ছিল আমি এলে সকলে অধিকার পাবে
অন্নের আধিকার, বস্ত্রের অধিকার, আশ্রয়ের অধিকার
শান্তিতে বাঁচার অধিকার, সকলের সমান অধিকার
ফুলের হাসিতে মুখরিত হবে দেশ, হবে শোষণ-শাসনের অবসান।
আমি এসেছি সেই প্রায় অর্ধ শতাব্দি আগে
তবু এখনো কেন মা কাঁদে, এখনো কেন স্বার্থের সংঘাতে
কলঙ্কিতা মা-ভগিনী, ঘর-বাড়ি আগুনে জ্বলে,
এখনো কেন রাজপথে ঘুরে ঘুরে একদল মানুষ অনাহারে মরে
এখনো কেন শোষকের থাবা আগের মতই নির্ম্মম?
বিষাক্ত বাতাসে স্বাধীনতার বেঁচে থাকা বড়ই কঠিন
মিথ্যে প্রতিশ্রুতি চারপাশে, সে কি কখনো ফিরে পাবে মুক্ত জীবন?
স্বাধীনতা কি সত্যি সত্যি হয়েছে স্বাধীন?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল আবেদীন ২৭/১১/২০১৭ভালো লিখেছেন মুক্ত স্বাধিনতা তুমি কবির অহঙ্কার।
-
আবু সাইদ লিপু ২৬/১১/২০১৭শোষক চিরদিন শোষক
-
সাইয়িদ রফিকুল হক ২৬/১১/২০১৭স্বাধীনতা সংহত।
-
আর আই লিটন ২৬/১১/২০১৭ভালো লাগলো ভাই
-
মেহেদী হাসান (নয়ন) ২৬/১১/২০১৭অসাধারণ লিখছেন কবি....। খুভ ভাল লাগল কবি...