মুগ্ধ নয়ন
প্রতদিন প্রভাতে তুমি আস এই পথে
হৃদয় ছুঁয়ে চলে যাও ধীরে ধীরে অনেক দূরে,
ঘাসে ঘাসে তোমার পদচিহ্ন
শিশিরের স্পর্শে অম্লান রয়ে যায়।
তোমার আঁচলের পরশ পথের দু’ধারে
ফুল ফোটায় বিচিত্র বাহারে। ফুলেরা ভীড় করে,
অধীর চেয়ে চেয়ে দেখে তোমায়
গরবিনী তুমি ধীরে ধীরে হেঁটে যাও,
মিলাও নীলিমায়। দূর থেকে
আমিও দেখি, আহা কি সুন্দর!
একদিন দেখি আমার আঁখিতে তোমার আঁখি,
কি দেখলে তুমিই জানো, বললে,
“আমি চাই তোমার ঐ দুটি মুগ্ধ নয়ন।“
হৃদয় ছুঁয়ে চলে যাও ধীরে ধীরে অনেক দূরে,
ঘাসে ঘাসে তোমার পদচিহ্ন
শিশিরের স্পর্শে অম্লান রয়ে যায়।
তোমার আঁচলের পরশ পথের দু’ধারে
ফুল ফোটায় বিচিত্র বাহারে। ফুলেরা ভীড় করে,
অধীর চেয়ে চেয়ে দেখে তোমায়
গরবিনী তুমি ধীরে ধীরে হেঁটে যাও,
মিলাও নীলিমায়। দূর থেকে
আমিও দেখি, আহা কি সুন্দর!
একদিন দেখি আমার আঁখিতে তোমার আঁখি,
কি দেখলে তুমিই জানো, বললে,
“আমি চাই তোমার ঐ দুটি মুগ্ধ নয়ন।“
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৫/১১/২০১৭
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১১/২০১৭সুন্দর।
-
মীর মুহাম্মাদ আলী ২৪/১১/২০১৭অনন্য পদ্য।কবিকে স্বাগতম।
-
সুজয় সরকার ২৪/১১/২০১৭দিয়ে দিন,প্রেম এমনিতেই অন্ধ
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি।...