কাশ বন
উতাল হাওয়া কাশের বনে
হৃদয় মাতাল গানে গানে
মন মেতেছে
প্রাণ জেগেছে
উড়ে বেড়ায় খুশির বানে।
মেঘের ভেলায় সাদা উড়ে
শরৎ আকাশ বেড়ায় ঘুরে
প্রাণের কথা
হৃদয় ব্যথা
যায় ছড়িয়ে দুরে দূরে।
সাত সাগর আর তের নদী
ফেনায় ফেনায় ভাসলো যদি,
কাশের বনের
মনের ভিতর
জাগছে স্বপন নিরবধি।
হৃদয় মাতাল গানে গানে
মন মেতেছে
প্রাণ জেগেছে
উড়ে বেড়ায় খুশির বানে।
মেঘের ভেলায় সাদা উড়ে
শরৎ আকাশ বেড়ায় ঘুরে
প্রাণের কথা
হৃদয় ব্যথা
যায় ছড়িয়ে দুরে দূরে।
সাত সাগর আর তের নদী
ফেনায় ফেনায় ভাসলো যদি,
কাশের বনের
মনের ভিতর
জাগছে স্বপন নিরবধি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৩/১১/২০১৭একটা মানবিক চিত্রকল্প, ভাল লিখেছেন ।
-
কামরুজ্জামান সাদ ২৩/১১/২০১৭অনেক বেশি শ্রুতিমধুর..
-
সাইদুর রহমান ২৩/১১/২০১৭খুব ভালো লিখেছেন।
-
রাফি বিন শাহাদৎ ২৩/১১/২০১৭ভাল লাগল 😊
-
মীর মুহাম্মাদ আলী ২৩/১১/২০১৭অসাধারণ রচনা