কোন এক পুস্প বসন্তে
কোন এক পুস্প বসন্তে গিয়াছিলাম রেখে
আমার হৃদয়ের স্পর্শ
আরেক পুস্প বসন্তের তরে।
ছিল আশা সে তারে রাখিবে বুকের পরে
করিয়া সাথী প্রতিদিবস তিথি
করিবে অনুভব হৃদয় ভরে।
বহুকাল পর বিস্মৃতির ঘোরে
আসিয়াছি দেখিতে কেমন আছে সে
নব বসন্ত কেমনে রাখিয়াছে তারে,
আমার হৃদয় বেদনা পাবো কি ফিরে
সেদিনের মতো উদ্বেলিত
মহাকাশ হতে অসীম সাগরে
যে স্পন্দন তুলিত ঢেউ আমার বুকে
খরস্রোতা সেই স্পর্শ-আবেগ
এখনো কি আছে সুখে কাঁদিয়া গভীর দুখে?
খুঁজিলাম আমার সেই বসন্তের ঘ্রাণ, চারিদিকে
দেখিলাম অরণ্য, সহস্র আয়োজন বসন্ত পূজার
নব পল্লবে কুঁড়ি শাখায় শাখায়, ফুলে ভরিয়া অঞ্জলি
নতুন দিনের নতুন আশা হাসিছে নবভাষণে,
আজিকার এ বসন্ত প্রকৃতির মহোৎসবে বিকশিত
নতুন আঘ্রাণে, ছিল যা আমার বসন্তে
আদরে-ভালোবাসায় ছোঁয়া পুষ্পিত প্রাণ,
কোকিলের ডাকে জীবনের সুমধুর সেই গান
আজ গিয়েছে মিশে নতুন প্রস্রবণে – নব রূপায়ণে
আমার সেই স্পর্শ-ভালোবাসা
আজিকার বসন্তে এখনো রয়েছে অনন্ত-অম্লান!
আমার হৃদয়ের স্পর্শ
আরেক পুস্প বসন্তের তরে।
ছিল আশা সে তারে রাখিবে বুকের পরে
করিয়া সাথী প্রতিদিবস তিথি
করিবে অনুভব হৃদয় ভরে।
বহুকাল পর বিস্মৃতির ঘোরে
আসিয়াছি দেখিতে কেমন আছে সে
নব বসন্ত কেমনে রাখিয়াছে তারে,
আমার হৃদয় বেদনা পাবো কি ফিরে
সেদিনের মতো উদ্বেলিত
মহাকাশ হতে অসীম সাগরে
যে স্পন্দন তুলিত ঢেউ আমার বুকে
খরস্রোতা সেই স্পর্শ-আবেগ
এখনো কি আছে সুখে কাঁদিয়া গভীর দুখে?
খুঁজিলাম আমার সেই বসন্তের ঘ্রাণ, চারিদিকে
দেখিলাম অরণ্য, সহস্র আয়োজন বসন্ত পূজার
নব পল্লবে কুঁড়ি শাখায় শাখায়, ফুলে ভরিয়া অঞ্জলি
নতুন দিনের নতুন আশা হাসিছে নবভাষণে,
আজিকার এ বসন্ত প্রকৃতির মহোৎসবে বিকশিত
নতুন আঘ্রাণে, ছিল যা আমার বসন্তে
আদরে-ভালোবাসায় ছোঁয়া পুষ্পিত প্রাণ,
কোকিলের ডাকে জীবনের সুমধুর সেই গান
আজ গিয়েছে মিশে নতুন প্রস্রবণে – নব রূপায়ণে
আমার সেই স্পর্শ-ভালোবাসা
আজিকার বসন্তে এখনো রয়েছে অনন্ত-অম্লান!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিমূর্ত পথিক ২০/১১/২০১৭দারুণ একটি কবিতা পড়লাম মনে হলো!
-
সোলাইমান ২০/১১/২০১৭আপনার শব্দ ভান্ডার দেখে সত্যই হিংসে হচ্ছে l বেচে থাকুন মানব মনে হাজার বছর।।।
-
সুজয় সরকার ২০/১১/২০১৭চমৎকার
-
কামরুজ্জামান সাদ ২০/১১/২০১৭কবির লেখার মাহাত্ম বোঝা যাচ্ছে।আর এখানে ক্ষমা প্রার্থী হওয়ার কিছু দেখছি না।আপনি নিশ্চয় ভালো কিছুর জন্যই এমনটি করেছেন।