www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কোন এক পুস্প বসন্তে

কোন এক পুস্প বসন্তে গিয়াছিলাম রেখে
আমার হৃদয়ের স্পর্শ
আরেক পুস্প বসন্তের তরে।
ছিল আশা সে তারে রাখিবে বুকের পরে
করিয়া সাথী প্রতিদিবস তিথি
করিবে অনুভব হৃদয় ভরে।

বহুকাল পর বিস্মৃতির ঘোরে
আসিয়াছি দেখিতে কেমন আছে সে
নব বসন্ত কেমনে রাখিয়াছে তারে,
আমার হৃদয় বেদনা পাবো কি ফিরে
সেদিনের মতো উদ্বেলিত
মহাকাশ হতে অসীম সাগরে
যে স্পন্দন তুলিত ঢেউ আমার বুকে
খরস্রোতা সেই স্পর্শ-আবেগ
এখনো কি আছে সুখে কাঁদিয়া গভীর দুখে?

খুঁজিলাম আমার সেই বসন্তের ঘ্রাণ, চারিদিকে
দেখিলাম অরণ্য, সহস্র আয়োজন বসন্ত পূজার
নব পল্লবে কুঁড়ি শাখায় শাখায়, ফুলে ভরিয়া অঞ্জলি
নতুন দিনের নতুন আশা হাসিছে নবভাষণে,
আজিকার এ বসন্ত প্রকৃতির মহোৎসবে বিকশিত
নতুন আঘ্রাণে, ছিল যা আমার বসন্তে
আদরে-ভালোবাসায় ছোঁয়া পুষ্পিত প্রাণ,
কোকিলের ডাকে জীবনের সুমধুর সেই গান
আজ গিয়েছে মিশে নতুন প্রস্রবণে – নব রূপায়ণে
আমার সেই স্পর্শ-ভালোবাসা
আজিকার বসন্তে এখনো রয়েছে অনন্ত-অম্লান!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিমূর্ত পথিক ২০/১১/২০১৭
    দারুণ একটি কবিতা পড়লাম মনে হলো!
    • সাঁঝের তারা ২১/১১/২০১৭
      অনুপ্রাণিত হলাম অনবদ্য মন্তব্যে। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ...
  • সোলাইমান ২০/১১/২০১৭
    আপনার শব্দ ভান্ডার দেখে সত্যই হিংসে হচ্ছে l বেচে থাকুন মানব মনে হাজার বছর।।।
  • সুজয় সরকার ২০/১১/২০১৭
    চমৎকার
  • কবির লেখার মাহাত্ম বোঝা যাচ্ছে।আর এখানে ক্ষমা প্রার্থী হওয়ার কিছু দেখছি না।আপনি নিশ্চয় ভালো কিছুর জন্যই এমনটি করেছেন।
    • সাঁঝের তারা ২০/১১/২০১৭
      অনেক ধন্যবাদ প্রিয় কবি। আপনারা (আপনিও) পড়ে আগেরবার মন্তব্য লিখেছিলেন সেই জন্য ক্ষমার প্রসঙ্গ উল্লেখ করা। বেশ, আপনার মন্তব্যের উপর ভিত্তি করে সে সব তুলে দিলাম। শুভকামনা ও শুভেচ্ছা ...
 
Quantcast