প্রাণ জেগেছে বানে বানে
নদীতে আজ ঢেউ জেগেছে,
কার মনের কথা সে জেনেছে
পাগল পারা উছল ধারা।
খসে পড়ল কি সেই তারা,
যার মনের চঞ্চলতা
ঢেউয়ে ঢেউয়ে হাওয়া দিল
কানে কানে কইল
সুদুর পারের গোপন কথা
হৃদয়েতে জাগিয়ে ব্যথা
একলা থাকার ক্ষণে?
ঝরো ঝরো বৃষ্টি ঝরে
জলে ভরা বিলের পরে।
ভাষা কি তার বোঝার আছে?
হৃদয় রাখে কানের কাছে
তবু তার কথার কিছু কেউ তো বোঝে না,
কি মানে তার সেও তা জানে না।
তাই পাঠায় সকল জলের ধারা
চঞ্চল ঐ নদীর পানে
আজকে যেথা প্রাণ জেগেছে বানে বানে।
কার মনের কথা সে জেনেছে
পাগল পারা উছল ধারা।
খসে পড়ল কি সেই তারা,
যার মনের চঞ্চলতা
ঢেউয়ে ঢেউয়ে হাওয়া দিল
কানে কানে কইল
সুদুর পারের গোপন কথা
হৃদয়েতে জাগিয়ে ব্যথা
একলা থাকার ক্ষণে?
ঝরো ঝরো বৃষ্টি ঝরে
জলে ভরা বিলের পরে।
ভাষা কি তার বোঝার আছে?
হৃদয় রাখে কানের কাছে
তবু তার কথার কিছু কেউ তো বোঝে না,
কি মানে তার সেও তা জানে না।
তাই পাঠায় সকল জলের ধারা
চঞ্চল ঐ নদীর পানে
আজকে যেথা প্রাণ জেগেছে বানে বানে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Mahbubur Rahman ২১/১১/২০১৭চমতকার
-
সুজয় সরকার ১৬/১১/২০১৭আহা বেশ বেশ বেশ!
-
কামরুজ্জামান সাদ ১৬/১১/২০১৭এই কবিতাটি আপনার ভালো কবিতাগুলোর একটি।
-
সোলাইমান ১৬/১১/২০১৭অতি সুন্দর উপস্থাপনা।
অপূর্ব শব্দঝংকার! অসাধারন কাব্যিকতা।
কবিতা পাঠে মুগ্ধতা রেখে গেলাম। -
কে. পাল ১৬/১১/২০১৭Darun