বৃষ্টিধারার ওপারে
পথের শেষে দেখা তোমার না যদি পাই
মিছে আমার পথা চলা,
দিগন্তের সাথে কথা বলে হেসে খেলে
আমার যায় বেলা
তোমার দেখা পাব শেষে শুধু সেই আশাতে
সময়কে মোর এমনি হেলাফেলা।
মিথ্যে যদি হবে আমার আশা
কেন প্রাণে জাগাও পথের দিশা
অনুভবে কেন আস কাছে
কেন বলো, “বেশী তো নয়, অল্পটুকু বাকি আছে।
মোড় পেরিয়ে এ বাঁক ঘোরো,
আমি বসে আছি তোমার তরে বৃষ্টিধারার ওপারে
রংধনুর নায়,
শ্যামল মেঘের ছায়ায়”?
মিছে আমার পথা চলা,
দিগন্তের সাথে কথা বলে হেসে খেলে
আমার যায় বেলা
তোমার দেখা পাব শেষে শুধু সেই আশাতে
সময়কে মোর এমনি হেলাফেলা।
মিথ্যে যদি হবে আমার আশা
কেন প্রাণে জাগাও পথের দিশা
অনুভবে কেন আস কাছে
কেন বলো, “বেশী তো নয়, অল্পটুকু বাকি আছে।
মোড় পেরিয়ে এ বাঁক ঘোরো,
আমি বসে আছি তোমার তরে বৃষ্টিধারার ওপারে
রংধনুর নায়,
শ্যামল মেঘের ছায়ায়”?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ১৬/১১/২০১৭বৃষ্টিধারার ওপারে, ভাল লাগল।
-
সাইয়িদ রফিকুল হক ১৪/১১/২০১৭ভালো।
-
মিটন বনিক বাবু ১৪/১১/২০১৭ভাল লাগলো কবিবর। শুভেচ্ছা নিবেন।
-
সুজয় সরকার ১৪/১১/২০১৭ওই আশাতেই হাসি খেলি
ওই আশাতেই বাঁচি
ওই আশাতেই যমের সঙ্গে
খেলি কানামাছি। -
সোলাইমান ১৪/১১/২০১৭সুরে সুরে ছন্দে ছন্দে সুন্দর কথা।
বেশ ভাল লাগল প্রিয় কবি। -
কামরুজ্জামান সাদ ১৪/১১/২০১৭সময়কে আর হেলাফেলা করা যাবে না।