হৃদয় মাঝে চিরদিন
তুমি আমার হৃদয় মাঝে চিরদিন থাক
যেমন ছিলে আমার চোখে প্রথম যখন
পড়েছিল তোমার চোখের আলো।
সেদিন ছিলে হাসিমাখা হৃদয়ভরা নদী,
স্রোতে তোমার জীবন আমার
ভেসেছিল উচ্ছ্বলতায় নিরবধি।
ছিলে তুমি আলোর ছটা আমার আকাশ জুড়ে,
তোমার কিরণধারার পরশেতে
আমার আশালতা উচ্ছ্বাসেতে উঠেছিল বেড়ে।
বাঁধন-বিধান ছিল নাকো ছিলাম শুধু তুমি-আমি
অরূপ এই বিশ্বজগৎ ছিল তোমার-আমার লীলাভূমি!
কালের ছোয়ায় বদল কত হবে,
তবু প্রথম দিনের সেই সুরেতে দিনেরাতে
তুমি আমায় সকল সময় তেমনি সদা ডাক।
যেমন ছিলে আমার চোখে প্রথম যখন
পড়েছিল তোমার চোখের আলো।
সেদিন ছিলে হাসিমাখা হৃদয়ভরা নদী,
স্রোতে তোমার জীবন আমার
ভেসেছিল উচ্ছ্বলতায় নিরবধি।
ছিলে তুমি আলোর ছটা আমার আকাশ জুড়ে,
তোমার কিরণধারার পরশেতে
আমার আশালতা উচ্ছ্বাসেতে উঠেছিল বেড়ে।
বাঁধন-বিধান ছিল নাকো ছিলাম শুধু তুমি-আমি
অরূপ এই বিশ্বজগৎ ছিল তোমার-আমার লীলাভূমি!
কালের ছোয়ায় বদল কত হবে,
তবু প্রথম দিনের সেই সুরেতে দিনেরাতে
তুমি আমায় সকল সময় তেমনি সদা ডাক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ১০/১১/২০১৭ভালো লাগলো।
-
সাইয়িদ রফিকুল হক ১০/১১/২০১৭ভালো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/১১/২০১৭অ ন ব দ্য।
-
Mahbubur Rahman ১০/১১/২০১৭ভাল হয়েছহে
-
সোলাইমান ১০/১১/২০১৭চমৎকার কাব্যিকতা । খুবই সুন্দর কবিতা কবিবর