কোন স্বপনের আশায়
ভোরের পাখী চলে ঊড়ে ডানা মেলে
দূরের ডাকে মুক্ত পাখায়,
কোন স্বপনের আশায় আশায় কিসের নেশায়
শূন্য আকাশ তাকে ভুলায়।
কোথায় গিয়ে নামবে সে কোন পথের বাঁকে
খালের পাড়ে কাহার আঙ্গিনায়,
অপেক্ষাতে সেথায় কী তার মনের সুজন
একটি দিনের ক্ষণিক খেলায়?
দূরের ডাকে মুক্ত পাখায়,
কোন স্বপনের আশায় আশায় কিসের নেশায়
শূন্য আকাশ তাকে ভুলায়।
কোথায় গিয়ে নামবে সে কোন পথের বাঁকে
খালের পাড়ে কাহার আঙ্গিনায়,
অপেক্ষাতে সেথায় কী তার মনের সুজন
একটি দিনের ক্ষণিক খেলায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৯/১২/২০১৭ভালো লাগলো।
-
সাইয়িদ রফিকুল হক ০৯/১১/২০১৭বেশ তো।
-
ন্যান্সি দেওয়ান ০৯/১১/২০১৭Good...
-
টি এম আমান উল্লাহ ০৯/১১/২০১৭well
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/১১/২০১৭ভালো।
-
সোলাইমান ০৯/১১/২০১৭অপূর্ব! মুগ্ধতা রেখে গেলাম। শুভেচ্ছা প্রিয় কবি ...