সন্তানহারা মা
কি জানি কেন এমন হয়
হৃদয় ব্যথা পায়।
আপন বলে যাকে
আকড়ে রেখেছিল মা বুকে,
সোনা-মানিক রত্ন-ধন
সে যে প্রাণের চেয়েও আপন,
আপন রক্ত ধমনীতে ছিল যার
নিজের মাংশপিন্ড ছিল দেহে তার,
কালের স্বপ্ন-আশা
মনের ছায়ায় পেয়ে ভাষা
এসেছিল কোল আলো করে,
কেমনে বুঝাবে তারে
সে আজ নাই।
হায়, এ শূন্যতা কেমনে ভরাই
এ ব্যথা কেমনে সহিবে,
নিভিল প্রদীপ ভালোবাসার নভে,
স্মৃতির সকল মায়া
আজ ভরালো জীবন হতাশায়!
হৃদয় ব্যথা পায়।
আপন বলে যাকে
আকড়ে রেখেছিল মা বুকে,
সোনা-মানিক রত্ন-ধন
সে যে প্রাণের চেয়েও আপন,
আপন রক্ত ধমনীতে ছিল যার
নিজের মাংশপিন্ড ছিল দেহে তার,
কালের স্বপ্ন-আশা
মনের ছায়ায় পেয়ে ভাষা
এসেছিল কোল আলো করে,
কেমনে বুঝাবে তারে
সে আজ নাই।
হায়, এ শূন্যতা কেমনে ভরাই
এ ব্যথা কেমনে সহিবে,
নিভিল প্রদীপ ভালোবাসার নভে,
স্মৃতির সকল মায়া
আজ ভরালো জীবন হতাশায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাদ জাহিদ ০৭/১১/২০১৭অনবদ্য কবিতা
-
সাইয়িদ রফিকুল হক ০৬/১১/২০১৭বেদনাদায়ক।
-
কে. পাল ০৬/১১/২০১৭Valo
-
সুমন দাস। ০৫/১১/২০১৭খুব ভালো লাগলো
-
শাহজাদা আল হাবীব ০৫/১১/২০১৭খুব সুন্দর।
-
সোলাইমান ০৫/১১/২০১৭অনন্য সুন্দর লেখা।