হ্যালোইনের রাত
অন্ধকারের গভীরতা অনেক বেশী, কোথাও আলো নেই
ভয়ার্ত আত্মাগুলো শুধু ঈশ্বরকে ডাকে। অপরদিকে
সেই অন্ধকারে জাগে বিভীষিকারা, চারিদিকে প্রেতাত্মা যত
ভালোবাসে অন্ধকার, উচ্ছ্বসিত অন্ধকারে প্রাণ ফিরে পেয়ে
সব কিছু ভাঙ্গে, দুর্দম গতিময়তায় ঝঞ্জার বেগে ধ্বংস
করে সুন্দর। অসুন্দরের গর্জনে হৃদয় কাঁপানো ভয়ংকর
সেই অন্ধকারকে আরো কালো ও কলঙ্কিত করে তোলে।
অধিকার কি শুধু আলোর? অন্ধকারের নয়? প্রশ্ন তাদের।
আমরাও প্রাণ চাই, আমরাও জীবন চাই, শুধু একটা রাত,
একটা রাতের জন্য হলেও আমরা আসি, হোক সে ভয়ংকর,
তবু এই হ্যালোইনের অন্ধকার রাতটা হোক আমাদের!
ভয়ার্ত আত্মাগুলো শুধু ঈশ্বরকে ডাকে। অপরদিকে
সেই অন্ধকারে জাগে বিভীষিকারা, চারিদিকে প্রেতাত্মা যত
ভালোবাসে অন্ধকার, উচ্ছ্বসিত অন্ধকারে প্রাণ ফিরে পেয়ে
সব কিছু ভাঙ্গে, দুর্দম গতিময়তায় ঝঞ্জার বেগে ধ্বংস
করে সুন্দর। অসুন্দরের গর্জনে হৃদয় কাঁপানো ভয়ংকর
সেই অন্ধকারকে আরো কালো ও কলঙ্কিত করে তোলে।
অধিকার কি শুধু আলোর? অন্ধকারের নয়? প্রশ্ন তাদের।
আমরাও প্রাণ চাই, আমরাও জীবন চাই, শুধু একটা রাত,
একটা রাতের জন্য হলেও আমরা আসি, হোক সে ভয়ংকর,
তবু এই হ্যালোইনের অন্ধকার রাতটা হোক আমাদের!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ০১/১১/২০১৭অসাধারণ ভাবনা
-
সুশান্ত সরকার ০১/১১/২০১৭ভালো লাগলো কবি বন্ধু।
-
আজাদ আলী ০১/১১/২০১৭Khub Sundar likhechen priy kobi
-
jdnf ০১/১১/২০১৭দারুণ
-
সোলাইমান ০১/১১/২০১৭দারুন ভাবনার কবিতা । বেশ সুন্দর লাগল মনে।।।
-
মধু মঙ্গল সিনহা ৩১/১০/২০১৭খুব ভালো