শস্য-শ্যামলিমা পৃথিবী
প্রচন্ড খরায় একদিন পর্বত তৃষ্ণায় কাতর হয়ে
বিধাতার কাছে নিরাময় চেয়েছিল। বিধাতা বলেছিল
আমি নই, সাগর মেটাবে তোমার তৃষ্ণা, তুমি
সাগরের কাছে জল চাও। সেই আর্তিতে সন্তুষ্ট হয়ে
সাগর উপহার পাঠিয়েছিল পাহাড়কে, হৃদয়ের
স্পর্শে সুশোভিত শীতল কয়েক ফোঁটা জল।
আহা, কি প্রশান্তি, পাহাড়ের বুকে নেমে এল শান্তি,
পর্বত ভালোবাসলো সাগরকে, মন হল ব্যাকুলিত।
সে আকুলতা নদী হয়ে নেমে এল নিম্নভূমির আকর্ষণে
সাগর পানে। হৃদয় দিয়ে চিঠি লিখলো পর্বত।
ভালোবাসার স্পর্শে অনিন্দ্য সে চিঠি পৌঁছতেই
সাগরও চঞ্চল। মেঘের ভেলায় সেও ভাসিয়ে দিল ভালোবাসা।
এমনিভাবে চলছে সাগর আর পর্বতের লীলাখেলা
কোন কাল হতে কে জানে। তবু সে ভালোবাসার
বিনিময়ে এ পৃথিবী শস্য-শ্যামলিমা, সুন্দর সুফলা!
বিধাতার কাছে নিরাময় চেয়েছিল। বিধাতা বলেছিল
আমি নই, সাগর মেটাবে তোমার তৃষ্ণা, তুমি
সাগরের কাছে জল চাও। সেই আর্তিতে সন্তুষ্ট হয়ে
সাগর উপহার পাঠিয়েছিল পাহাড়কে, হৃদয়ের
স্পর্শে সুশোভিত শীতল কয়েক ফোঁটা জল।
আহা, কি প্রশান্তি, পাহাড়ের বুকে নেমে এল শান্তি,
পর্বত ভালোবাসলো সাগরকে, মন হল ব্যাকুলিত।
সে আকুলতা নদী হয়ে নেমে এল নিম্নভূমির আকর্ষণে
সাগর পানে। হৃদয় দিয়ে চিঠি লিখলো পর্বত।
ভালোবাসার স্পর্শে অনিন্দ্য সে চিঠি পৌঁছতেই
সাগরও চঞ্চল। মেঘের ভেলায় সেও ভাসিয়ে দিল ভালোবাসা।
এমনিভাবে চলছে সাগর আর পর্বতের লীলাখেলা
কোন কাল হতে কে জানে। তবু সে ভালোবাসার
বিনিময়ে এ পৃথিবী শস্য-শ্যামলিমা, সুন্দর সুফলা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
টি এম আমান উল্লাহ ৩১/১০/২০১৭valo
-
সাইয়িদ রফিকুল হক ৩১/১০/২০১৭ভালো।
-
সানশাইন ৩১/১০/২০১৭Very Nice, Carry on bro.
-
আজাদ আলী ৩১/১০/২০১৭Khub Sundar kobita pathe mugdha holam priy kobi
-
শাহিন আলম সরকার ৩১/১০/২০১৭দারুন লাগল।
শুভেচ্ছা কবি। -
সোলাইমান ৩১/১০/২০১৭খুব সুন্দর হয়েছে প্রিয় কবি
।।।। -
মধু মঙ্গল সিনহা ৩০/১০/২০১৭খুব সুন্দর