স্মৃতির অন্তরে
বৃষ্টিরা কখন থেমে গেছে, ভিড় ঠেলে
সব জলও উঠান গড়িয়ে চলে গেছে অনেক আগে,
শুধু একটি কচুপাতা
ধরে আছে এক টুকরো মনি
হৃদয়ের মাঝখানে – সঞ্চিত ভালোবাসা।
বাতাসের এক ঝাপটায় কখন পড়ে যাবে কে জানে,
তবু সে আঁকড়ে আছে বৃষ্টির স্বচ্ছ দান,
যেন তাকে ধরে রাখবে চিরকাল
স্মৃতির অন্তরে, যখন থাকবে না শ্রাবণ!
সব জলও উঠান গড়িয়ে চলে গেছে অনেক আগে,
শুধু একটি কচুপাতা
ধরে আছে এক টুকরো মনি
হৃদয়ের মাঝখানে – সঞ্চিত ভালোবাসা।
বাতাসের এক ঝাপটায় কখন পড়ে যাবে কে জানে,
তবু সে আঁকড়ে আছে বৃষ্টির স্বচ্ছ দান,
যেন তাকে ধরে রাখবে চিরকাল
স্মৃতির অন্তরে, যখন থাকবে না শ্রাবণ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজয় সরকার ২৪/১১/২০১৭আহা!মনঃশ্চক্ষে দেখতে পাচ্ছি
-
ফয়সাল রহমান ৩০/১০/২০১৭দারুন
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ২৯/১০/২০১৭খুব সুন্দর
-
টি এম আমান উল্লাহ ২৯/১০/২০১৭sundor
-
টি এম আমান উল্লাহ ২৯/১০/২০১৭valo
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ২৯/১০/২০১৭ভালো লিখেছেন কবি!
-
আজাদ আলী ২৯/১০/২০১৭Sundar kobita pathe mugdha holam priy kobi.
-
সোলাইমান ২৯/১০/২০১৭অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কবি।