আজ হয়েছি জনতা
আমি যখন জানতে চাইলাম
আমি কেন নীচেয় পড়ে আছি,
কেন আমার রক্ত চুষে তোমরা
গড়েছ সম্পদের পাহাড়,
তখনই গলা ধাক্কা দিয়ে
বের করে দিলে আমাকে।
এতদিন কথা না বলে চুপচাপ
যা বলেছিলে তাই করেছিলাম,
বুঝিনি কিছু। তখন আমি ছিলাম
তোমদের মিত্র, প্রসংশা করেছিলে
আমার কাজের, বুঝতে দাও নি
আমার মেহনত তোমাদের সম্পদ!
যখন বুঝতে শিখলাম আমি আর
তোমাদের মিত্র রইলাম না, রাতারাতি
শত্রুতে পরিণত হলাম। ভাগ চাইলাম
অধিকার চাইলাম, চাইলাম সমতা,
আমাকে তাড়িয়ে দিলে। আমিও
দাবী আদায়ের সংগ্রামে আজ হয়েছি জনতা।
আমি কেন নীচেয় পড়ে আছি,
কেন আমার রক্ত চুষে তোমরা
গড়েছ সম্পদের পাহাড়,
তখনই গলা ধাক্কা দিয়ে
বের করে দিলে আমাকে।
এতদিন কথা না বলে চুপচাপ
যা বলেছিলে তাই করেছিলাম,
বুঝিনি কিছু। তখন আমি ছিলাম
তোমদের মিত্র, প্রসংশা করেছিলে
আমার কাজের, বুঝতে দাও নি
আমার মেহনত তোমাদের সম্পদ!
যখন বুঝতে শিখলাম আমি আর
তোমাদের মিত্র রইলাম না, রাতারাতি
শত্রুতে পরিণত হলাম। ভাগ চাইলাম
অধিকার চাইলাম, চাইলাম সমতা,
আমাকে তাড়িয়ে দিলে। আমিও
দাবী আদায়ের সংগ্রামে আজ হয়েছি জনতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৮/১০/২০১৭কথা সত্য।
-
কাজী জুবেরী মোস্তাক ২৮/১০/২০১৭বাহ্ অসাধারণ
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ২৮/১০/২০১৭খুব ভালো
-
সোলাইমান ২৮/১০/২০১৭খুব ভাল লিখেছেন।আরো ভাল আশা করছি।
-
আজাদ আলী ২৮/১০/২০১৭Bah khub sundar likhechen priy kobi