তবু কি তুমি আসবে ফিরে
কিছু কথা ছিল বলার। দেখা হলে ভ্ললে গিয়ে
বলা হোলো না আর, তারা মেঘের পালে ভেসে গেলো,
আবার আসবে ফিরে আগামী শ্রাবণে ঝর ঝর ধারায়।
তখন কি আর তুমি থাকবে এখানে? উদাসী মনে
তোমার নূপুরের রুনুঝুনু থেমে যাবে শীতল হেমন্তে,
চলে যাবে দূরান্তে অন্য কোথাও নতুন শিকারের সন্ধানে।
আমি থাকব বসে। তোমার আশায়? জানিনে ...
আবার যদি তুমি আস এই পথে, হয়ত আমাকে দেখবে
অন্য কারো সাথে, অন্য কোন ফুলবনে --
দূর থেকে দেখে ফিরে যাবে বেদনার অভিমানে?
দিই নি তো কথা, আমি চেয়ে রব তোমার পথপানে,
তবু কি তুমি আসবে ফিরে আমার এ অন্ধকার অঙ্গনে?
বলা হোলো না আর, তারা মেঘের পালে ভেসে গেলো,
আবার আসবে ফিরে আগামী শ্রাবণে ঝর ঝর ধারায়।
তখন কি আর তুমি থাকবে এখানে? উদাসী মনে
তোমার নূপুরের রুনুঝুনু থেমে যাবে শীতল হেমন্তে,
চলে যাবে দূরান্তে অন্য কোথাও নতুন শিকারের সন্ধানে।
আমি থাকব বসে। তোমার আশায়? জানিনে ...
আবার যদি তুমি আস এই পথে, হয়ত আমাকে দেখবে
অন্য কারো সাথে, অন্য কোন ফুলবনে --
দূর থেকে দেখে ফিরে যাবে বেদনার অভিমানে?
দিই নি তো কথা, আমি চেয়ে রব তোমার পথপানে,
তবু কি তুমি আসবে ফিরে আমার এ অন্ধকার অঙ্গনে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১০/২০১৭শুভ কামনা রইল প্রিয় কবি।
-
সুমন দাস। ২৪/১০/২০১৭ভালো লাগল
-
টি এম আমান উল্লাহ ২৪/১০/২০১৭valo laglo
-
সাইয়িদ রফিকুল হক ২৩/১০/২০১৭ভালো।
-
আজাদ আলী ২৩/১০/২০১৭Khub Valo laglo.
-
নাজিবুল হাসান মোল্লা ২৩/১০/২০১৭ভালো হয়েছে
-
মধু মঙ্গল সিনহা ২৩/১০/২০১৭ভালো লাগল